Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

দেগঙ্গায় বধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিচার নিয়ে সোমবার উত্তেজনা ছড়ায় বারাসত আদালত। এ দিন সরকারি কৌঁসুলি ধৃত ওই আইনজীবীর পুলিশ হেফাজতের আবেদন জানান। সেই সময় উপস্থিত আইনজীবীদের একাংশ জেল হেফাজতের দাবি জানান। এ নিয়ে দু’পক্ষের বচসা চরমে পৌঁছয়। পরিস্থিতি বিবেচনা করে নির্দেশ স্থগিত রেখে দেন বিচারক।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৪ ০১:১৬
Share: Save:

ধর্ষণে অভিযুক্ত আইনজীবীর বিচার নিয়ে উত্তেজনা কোর্টে

দেগঙ্গায় বধূকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিচার নিয়ে সোমবার উত্তেজনা ছড়ায় বারাসত আদালত। এ দিন সরকারি কৌঁসুলি ধৃত ওই আইনজীবীর পুলিশ হেফাজতের আবেদন জানান। সেই সময় উপস্থিত আইনজীবীদের একাংশ জেল হেফাজতের দাবি জানান। এ নিয়ে দু’পক্ষের বচসা চরমে পৌঁছয়। পরিস্থিতি বিবেচনা করে নির্দেশ স্থগিত রেখে দেন বিচারক। তবে পরে অভিযুক্ত আইনজীবীর দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালতের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট মধুমিতা রায়। প্রসঙ্গত, বিবাহ-বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে এক মহিলাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে গণধর্ষণের অভিযোগে আসলামুর জামান মণ্ডল ওরফে সাহেব নামে ওই আইনজীবী এবং হাসানুর মোল্লা ওরফে হাঁসা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে দেগঙ্গা থানার পুলিশ। রবিবার তাদের বারাসত আদালতে তোলা হলে বিচারক এক দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ দিন ছিল মামলার পরবর্তী শুনানি।

স্বরূপনগরে উদ্ধার কোটি টাকার সোনার বিস্কুট

এক দুষ্কৃতীর কাছ থেকে ছ’কেজির উপর সোনার বিস্কুট উদ্ধার করল স্বরূপনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে তেঁতুলিয়া থেকে রামকৃষ্ণ গায়েন নামে ওই দুষ্কৃতীকে আটক করে শুল্ক দফতর। পুলিশ সূত্রের খবর, তল্লাশির সময়ে হাকিমপুরের বাসিন্দা রামকৃষ্ণের কোমরের বেল্টের ভেতর থেকে ৬০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৬০ লক্ষ টাকা। শুল্ক দফতরের তরফে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যুবকের দেহ উদ্ধার

রেল লাইনের পাশ থেকে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। সোমবার সকালে চাকদহ থানার পালপাড়া-চাকদহ স্টেশনের মাঝখানে আপ রেল লাইনের ধারে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। পুলিশের অনুমান ট্রেন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।

ধৃত ৫ বাংলাদেশি

বৈধ কাগজ ছাড়া ভারতীয় সীমানায় ঢুকে মাছ ধরার অভিযোগে ৫ বাংলাদেশি মত্‌স্যজীবীকে গ্রেফতার করল পুলিশ। আটক করা হয়েছে ট্রলার-সহ অন্য সরঞ্জাম। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে কলসদ্বীপের কাছে। ধৃতদের সোমবার কাকদ্বীপ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।

পথ দুঘর্টনায় মৃত্যু

ম্যাটাডরে চাপা পড়ে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের ১১৭ নম্বর জাতীয় সড়কে জলট্যাঙ্ক মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে মৃতের নাম পবিত্র দাস (২৫)। বাড়ি ওই এলাকায় ভুবননগর গ্রামে।

বিজেপি-তে যোগ

সিপিএম এবং তৃণমূল থেকে প্রায় ১০০ জন কর্মী-সমর্থক বিজেপি-তে যোগ দিলেন। রবিবার সন্ধ্যায় চাকদহের শিমুরালিতে এক দলীয় সভায় তাঁরা হাতে তুলে নিলেন বিজেপি-র পতাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE