Advertisement
১৯ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ব্যারাকপুরে সুনীল করণ নামে এক তৃণমূল-সমর্থককে গুলি করে খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের নাম সুরজ সাউ এবং পল্টু বারিক। ঘটনাচক্রে, আজ বৃহস্পতিবার পুলিশের ফুটবল খেলায় আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৪ ০১:২১
Share: Save:

খুনের ঘটনায় ধৃত ২ দুষ্কৃতী

নিজস্ব সংবাদদাতা • ব্যারাকপুর

ব্যারাকপুরে সুনীল করণ নামে এক তৃণমূল-সমর্থককে গুলি করে খুনের ঘটনায় দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের নাম সুরজ সাউ এবং পল্টু বারিক। ঘটনাচক্রে, আজ বৃহস্পতিবার পুলিশের ফুটবল খেলায় আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তার আগে তড়িঘড়ি এই গ্রেফতার। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত ১১টা নাগাদ ব্যারাকপুর স্টেশনের পাশে একটি দোকানে খাচ্ছিল সুনীল। সে সময়ে পাঁচ দুষ্কৃতী মোটরবাইকে এসে তাকে লক্ষ করে পাঁচ রাউন্ড গুলি চালায়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, সুনীলের নামে তোলাবাজি ও মস্তানির একাধিক অভিযোগ ছিল। পাশাপাশি, মাদক পাচার-সহ বেশ কয়েকটি মামলায় একাধিক বার জেলও খেটেছিল সে। এমনকী, তৃণমূলের প্রভাবশালী দু’এক জন নেতার সঙ্গেও সুনীলের যোগাযোগ ছিল বলে প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুর বলেন, “ঘটনাটি আমরা খুব গুরুত্ব দিয়ে দেখছি। বিভিন্ন তথ্য আসছে। আপাতত দু’জনকে ধরা হয়েছে। পুরনো শত্রুতার জেরে এই খুন কি না, তা-ও খতিয়ে দেখছি। সুনীলের সঙ্গে যাদের শত্রুতা ছিল, সবার খোঁজ চলছে।”

বিজেপি নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা • অশোকনগর

বিজেপির এক যুব নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ উঠল। সোমবার ঘটনাটি ঘটেছে অশোকনগর শেরপুর কালীবাড়ি মোড় এলাকায়। পুলিশ জানিয়েছে, ওই বিজেপি নেতার নাম সুজয় সরকার। তাঁর অভিযোগ, ওই দিন রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি ফিরতেই জোরে একটা শব্দ পান। চারদিক ধোঁয়ায় ভরে যায়। বাইরে বেরিয়ে কাউকে দেখতে পাননি তিনি। পুলিশকে খবর দেওয়া হলে রাতেই তারা ঘটনাস্থলে আসে। সেখান থেকে নমুনাও সংগ্রহ করে নিয়ে যায়। মঙ্গলবার, বিজেপি ওই ঘটনার প্রতিবাদে এলাকায় মিছিল করেছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, বোমা নয়, পটকা ফেটেছিল। সুজয়বাবু অভিযোগেও তাই জানিয়েছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বহু টাকার সোনা উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

বাংলাদেশ থেকে আনার পথে কোটি টাকার সোনা-সহ এক দুষ্কৃতীকে স্বরূপনগর সীমান্তে আটক করল বিএসএফ। পরে তাকে স্বরূপনগর থানার পুলিশ গ্রেফতার করে। হাকিমপুরের বাসিন্দা ধৃত লিয়াকাত আলি সর্দারের কাছ থেকে দেড় কেজি ওজনের ১৫টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা স্থানীয় তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার বিকেলে সীমান্তবর্তী আমুদিয়া গ্রামে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে লিয়াকাতকে আটক করে ১৫২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা। জেরার সময়ে তার প্যান্টের বেল্টের মধ্যে থেকে ১৫টি সোনার বিস্কুট উদ্ধার হয়, যার ওজন দেড় কেজি। লিয়াকাতের জেলহাজত হয়েছে।

পথ দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • কুলপি

রাস্তা পার হতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হল। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কের কচুবেড়িয়া মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম চঞ্চলা সর্দার (৬৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ওই মোড়ের কাছে রাস্তা পার হওয়ার সময় একটি কলকাতাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চঞ্চলাদেবীকে চাপা দেয়। দুঘর্টনার পরে বাসের গতি বাড়িয়ে পালিয়ে যায় চালক। স্থানীয় বাসিন্দারা এসে গুরুতর জখম অবস্থায় ওই বৃদ্ধাকে কুলপি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। বাসের খোঁজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE