Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

মাস খানেক আগে ইট ভাটায় কাজের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে কুসুমতলা গ্রামের স্বামীবিচ্ছিন্না বছর পঁচিশের বধূকে গণধর্ষণ করে একটি ভাটার মালিক, কয়েক জন শ্রমিক। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলারা।

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৪ ০০:৩৭
Share: Save:

নারী নির্যাতনের প্রতিবাদে মৌনমিছিল হল নামখানায়
নিজস্ব সংবাদদাতা • নামখানা

মাস খানেক আগে ইট ভাটায় কাজের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে কুসুমতলা গ্রামের স্বামীবিচ্ছিন্না বছর পঁচিশের বধূকে গণধর্ষণ করে একটি ভাটার মালিক, কয়েক জন শ্রমিক। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে একটি স্বেচ্ছাসেবী সংস্থার মহিলারা। সুস্থ করে নিয়ে যাওয়া হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায়। সংস্থার তপরতায় অপরাধীদের গ্রেফতার করতে বাধ্য হয়েছিল পুলিশ। শুধু ওই ধর্ষিতা মহিলা নয়। পারিবারিক অশান্তিতে জর্জরিত এমনিই সহায় সম্বলহীন মহিলাদের নিয়ে এক প্রতিবাদ মিছিল হল। বুধবার বিকেলে ওই স্বেচ্ছাসেবী সংস্থাটির উদ্যোগে নামখানার নারায়ণপুর বাজার থেকে নামখানা বিডিও অফিস মোড় ৃকয়েক’শো মহিলা ওই মিছিলে পা মেলালেন।

নামখানায় প্রতিবাদ মিছিল। বুধবার দিলীপ নস্করের তোলা ছবি।

তাঁদের হাতে ছিল নারী নির্যাতনের প্রতিবাদের প্ল্যাকার্ড ও ব্যানার। সংস্থার দাবি, তাঁরা সুন্দরবন এলাকায় সাগর, নামখানা, পাথর প্রতিমা ও কাকদ্বীপ চারটি ব্লকে মেয়েদের নিরাপত্তা নিয়ে কাজ করেন। তাঁরা মূলত বালিকা বিবাহ, নারী ও শিশু পাচার, মদ্যপানের বিরুদ্ধে প্রায় পাঁচ বছর ধরে তারা আন্দোলন চালিয়ে আসছে। শতাধিক স্বামী-স্ত্রীর অশান্তি মিটিয়ে তাঁদের সুস্থ পারিবারিক জীবনে ফিরিয়ে দিয়েছেন তাঁরা। খবর পেয়ে পুলিশ প্রশাসনকে জানিয়ে কিছু নাবালিকার বিয়ে তারা বন্ধ করেছেন। সংস্থার সম্পাদিকা আনোয়ারা বিবি বলেন, “আজকের মিছিল গত ৬ ডিসেম্বর কাকদ্বীপ কলেজের ছাত্রীর উপর হামলার ঘটনার প্রতিবাদে। মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলের আয়োজন হয়েছে। অসহায় নির্যাতিত মহিলাদের পাশে আমরা দাঁড়াই।”

মিনি ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

মিনি ট্রাক ও বাইকের মুখোমুখি ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী যুবকের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ধর্মপুকুরিয়া এলাকার বনগাঁ-বাগদা সড়কে। পুলিশ জানিয়েছে, দীপনারায়ণ নাথ (১৯) ওই যুবক স্থানীয় বাসিন্দা। ঘটনার প্রতিবাদে জনতা গাছের গুঁড়ি ফেলে ঘণ্টা খানেক বনগাঁ-বাগদা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ট্রাকটি আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থায় কাজ করার সূত্রে দীপনারায়ণ কয়েক মাস আগে মোটরবাইক কিনেছিলেন। সেই চাকরি মাস কয়েক আগে তিনি ছেড়েও দেন। এ দিন সকালে তাঁদের পাশের বাড়ির একটি শিশু ছাদ থেকে পড়ে জখম হয়ে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল।

অবরোধের তোড়জোড়।—নিজস্ব চিত্র।

দীপনারায়ণ বাইক নিয়ে তাকে দেখতে বেরোন। পথে উল্টো দিক থেকে বেপরোয়া ভাবে ছুটে আসা একটি মিনি ট্রাক তাঁর বাইকে ধাক্কা মারে। ছিটকে পড়েন ওই যুবক। গাড়ি থেকে নেমে পালিয়ে যায় চালক। পরে পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‌সকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এলাকাবাসীর অভিযোগ, ওই সড়কে চালকেরা বেপরোয়া ভাবে গাড়ি চালান। দুর্ঘটনা লেগেই থাকে। প্রশাসনকে অনেক বার পদক্ষেপ করার আবেদন জানানো হলেও কেউ কর্ণপাত করেননি। এলাকায় পরোপকারী বলে পরিচিত ছিলেন দীপনারায়ণ। তাঁর মৃত্যুর খবরে স্থানীয় মানুষ অবরোধ শুরু করেন। পরে যাত্রীদের অসুবিধার কথা ভেবে অবরোধ তোলা হয়। দীপনারায়ণের বাবা বিল্বমঙ্গলবাবু বললেন, “যাওয়ার সময় ছেলে বলেছিল, আধ ঘণ্টার মধ্যে ফিরবে। কোথা থেকে যে কী হয়ে গেল।”

বেহাল স্টেশন বাজারের রাস্তা
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

সারানোর এক মাসের মধ্যেই ফের খারাপ হয়ে পড়েছে ডায়মন্ড হারবার স্টেশন বাজারের মূল রাস্তা। ইট-পিচের আস্তরণ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তায় পড়ে হোঁচট খেতে হচ্ছে সাধারণ মানুষকে। হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন এই রাস্তায়। লরি, ছোট মালবাহী মিনিডোর, রিকশা, ভ্যান, মোটরভ্যানও চলে। পুজোর আগে পুরসভার উদ্যোগে রাস্তা সারানো হলেও তা ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়ে আবার খানাখন্দে ভরে গিয়েছে। স্টেশন এবং বাজার-সংলগ্ন এই রাস্তা নিয়ে রেলওয়ে বাস্তুকারেরা জানিয়েছেন, পিচের রাস্তার উপরে নিয়মিত জল পড়ে নষ্ট হয়ে যায়। পিচের বদলে ম্যাস্টিক প্রযুক্তি ব্যবহার করলে তা কার্যকর হতে পারে। তবে তা এখনই করার পরিকল্পনা নেই।

স্বচ্ছ ভাবে ফের পরীক্ষা নেওয়ার দাবিতে শতাধিক যুবক বুধবার দু’দফায় প্রায় এক ঘণ্টা
রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন হাবরায়। তাঁদের দাবি, সম্প্রতি পূর্ব রেলের
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়।
ফলে ওই পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার ব্যবস্থা চান তাঁরা। অবরোধের ফলে
ওই শাখায় এ দিন সাময়িক ভাবে রেল চলাচল ব্যাহত হয়। ছবি: শান্তনু হালদার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

southbengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE