Advertisement
১৮ এপ্রিল ২০২৪

মারধরে অভিযুক্ত বিএসএফ জওয়ান

গরু পাচার হচ্ছে দেখেও ব্যবস্থা নিচ্ছে না বিএসএফ— এই অভিযোগে বিএসএফ জওয়ানদের সামনেই পুলিশকে ফোন করতে যাচ্ছিলেন এক যুবক। অভিযোগ, সেটা বুঝতে পেরে বছর পঁচিশের ওই যুবককে মারধর করেন কয়েকজন বিএসএফ জওয়ান।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০২
Share: Save:

গরু পাচার হচ্ছে দেখেও ব্যবস্থা নিচ্ছে না বিএসএফ— এই অভিযোগে বিএসএফ জওয়ানদের সামনেই পুলিশকে ফোন করতে যাচ্ছিলেন এক যুবক। অভিযোগ, সেটা বুঝতে পেরে বছর পঁচিশের ওই যুবককে মারধর করেন কয়েকজন বিএসএফ জওয়ান। শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ঘোনার মাঠ এলাকায়।

উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘মারধরের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ওই যুবকের মেডিক্যাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ করা হবে।’’ বিএসএফের এক শীর্ষ কর্তা জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, আহত লিটন বিশ্বাস বনগাঁরই বাসিন্দা। আপাতত বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। শনিবার সকালে লিটনবাবুর মা রমাদেবী বনগাঁ থানায় বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে লিটনবাবু বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে স্থানীয় জোড়া ব্রিজের দিকে যাচ্ছিলেন। তার বাবা অশোকবাবুর অভিযোগ, ‘‘ছেলে দেখেছিল, রাস্তার উপরে বিএসএফ জওয়ানদের সামনে গরু পাচার হলেও তাঁরা কিছু বলছেন না। তখন ছেলে বিষয়টি বনগাঁ থানায় ফোন করে জানাতে যাচ্ছিল। সেটা বুঝতে পেরে কয়েকজন জওয়ান ওকে মারধর করে। আমি খবর পেয়ে ছেলেকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে ভর্তি করি।’’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বনগাঁর ওই এলাকা দিয়ে দীর্ঘ দিন ধরেই গরু অভিযোগ উঠছে। রাস্তার উপর দিয়ে পাচার চলার জন্য সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরোতেও ভয় পান। গরু পাচার রুখতে আরও সক্রিয় ভূমিকা নিক বিএসএফ, গ্রামবাসীদের দাবি এটাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSF Jawaan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE