Advertisement
১৮ এপ্রিল ২০২৪

প্রধানের বিরুদ্ধে দুর্নীতির নালিশ

ইন্দিরা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ ব্লকের কংগ্রেসের এক মহিলা প্রধানের বিরুদ্ধে। দাঁড়িয়া পঞ্চায়েতের ওই মহিলা প্রধানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর স্বামীর দাবি, রাজনৈতিক কারণে অভিযোগ করা হচ্ছে। বিডিও অবশ্য জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
ক্যানিং শেষ আপডেট: ২২ মে ২০১৫ ০২:১৭
Share: Save:

ইন্দিরা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ ব্লকের কংগ্রেসের এক মহিলা প্রধানের বিরুদ্ধে। দাঁড়িয়া পঞ্চায়েতের ওই মহিলা প্রধানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে তাঁর স্বামীর দাবি, রাজনৈতিক কারণে অভিযোগ করা হচ্ছে। বিডিও অবশ্য জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসন সূত্রের খবর, ২০১৪-১৫ অর্থ-বর্ষে ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে এলাকার ১০০ জনের নাম উপভোক্তা হিসেবে দাঁড়িয়া পঞ্চায়েতকে পাঠিয়েছিল ক্যানিং ১ পঞ্চায়েত সমিতি। যদিও এখনও পর্যন্ত তাঁদের মধ্যে প্রায় অর্ধেক লোক টাকা পাননি বলে অভিযোগ। জনা ৪৫ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পাননি।

এলাকার মঞ্জিলা গায়েন, সুদর্শন মণ্ডলদের অভিযোগ, ইন্দিরা আবাস যোজনায় কারচুপি করে তাঁদের প্রাপ্য অন্যদের দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রধানের কর্তব্যে ‘গাফিলতি’র জেরেই উপভোক্তাদের অনেকে দ্বিতীয় কিস্তির টাকা পাননি বলে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা মইনুল হক মণ্ডল ও বাবুর আলি লস্করের। তাঁদের মন্তব্য, ‘‘সাধারণ মানুষকে বঞ্চিত করে স্বজনপোষণ করছেন প্রধান।’’ পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের পরেশ দাস জানান, প্রধানের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্লক প্রশাসনকে জানানো হয়েছে।

গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে জিতে প্রধান হন নন্দরানি সর্দার। যদিও পরে তিনি কংগ্রেসে যোগ দেন। জেলা কংগ্রেস সভাপতি অর্ণব রায় বলেন, ‘‘ওই মহিলা প্রধানের বিরুদ্ধে কোনও দুর্নীতির খবর আমার কাছে নেই। অভিযোগ পেলে দলগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’’ তবে সেই সঙ্গেই তিনি জুড়ে দিচ্ছেন, ‘‘এ ধরনের অভিযোগ ওঠার পিছনে রাজনৈতিক কারণ থাকাও অসম্ভব নয়।’’ বহু চেষ্টা করেও নন্দরানিদেবীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে তাঁর স্বামী সুশীল সর্দারের দাবি, ‘‘প্রধান কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এগুলো রাজনৈতিক কারণে করা হচ্ছে।’’

বিডিও বুদ্ধদেব দাস বলেন, ‘‘ওই প্রধানের বিরুদ্ধে ইন্দিরা আবাসে দুর্নীতি-সহ মোট তিনটি অভিযোগ মিলেছে। সেগুলি দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE