Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ধর্ষণের দায়ে ১৫ বছরের কারাদণ্ড

বনগাঁ মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক ১) বিনয়কুমার পাঠন বুধবার ওই নির্দেশ দিয়েছেন।

সাজা ঘোষণার পর। —নিজস্ব চিত্র।

সাজা ঘোষণার পর। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০২:১৫
Share: Save:

বাড়িতে ঢুকে এক মহিলাকে গণধর্ষণের দায়ে তিন যুবককে ১৫ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক।

বনগাঁ মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (ফাস্ট ট্র্যাক ১) বিনয়কুমার পাঠন বুধবার ওই নির্দেশ দিয়েছেন। মামলার সরকারি আইনজীবী জ্যোর্তিময় নাথ বলেন, ‘‘তিনজনকে ১৫ বছরের কারাদণ্ডের পাশাপাশি ওই তিনজনই মহিলাকে ২৫ হাজার টাকা করে দেবে। অনাদায়ে আরও ১ বছর কারাদণ্ড।’’ পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত যুবকদের নাম, উজ্জ্বল সরকার, নির্মল সরকার ও লঙ্কেশ্বর সরকার। তারা মহিলার প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনগাঁর বাসিন্দা ওই মহিলার স্বামী কর্মসূত্রে বিদেশে থাকতেন। ঘটনাটি ঘটেছিল ২০১০ সালের ২৮ এপ্রিল। ওই দিন রাত ১০টা নাগাদ ওই তিন যুবক মহিলার বাড়িতে গিয়ে তাঁকে ডাকে। পরিচিত দেখে তিনি দরজা খুলে দেন। তারপরই তাঁকে তিনজন মিলে ধর্ষণ করেছিল। এরপরেই বনগাঁয় থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। তিনজন গ্রেফতার হয়। পরে তারা জামিনে ছাড়া পায়।

সোমবার বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন। তিনজনকে জেল হাজতে নেওয়া হয়। জ্যোর্তিময়বাবু বলেন, ‘‘বুধবার তারা বিচারকের কাছে শাস্তি কমানোর আর্জি জানায়।’’ সরকারি আইনজীবী জানিয়েছেন, বিচরক এ দিন রাজ্য ক্রিমিন্যাল ইনজুরিয়ার্স কমপেনশেসন বোর্ডকে নির্দেশ দিয়েছেন, ওই মহিলাকে এক লক্ষ টাকা দেওয়ার জন্য।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE