Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মতুয়া মেলার আয়োজন নিয়ে বিবাদ

সম্প্রতি জেলা প্রশাসনের তরফে এ বছর ওই মেলা আয়োজন করার অনুমতি পেয়েছে ‘সারা ভারত মতুয়া মহাসঙ্ঘ।’ যার সঙ্ঘাধিপতি বনগাঁর সাংসদ মমতাবালা ঠাকুর।

মতুয়া মেলা। ফাইল চিত্র

মতুয়া মেলা। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
গাইঘাটা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ০১:২৫
Share: Save:

গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ধর্ম মেলার আয়োজন করা নিয়ে ঠাকুর পরিবারের পারিবারিক বিবাদ প্রকাশ্যে এল।

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ বার মেলা শুরু হওয়ার কথা ১৩ মার্চ থেকে। ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্যস্নান ১৫ মার্চ। ওই স্নান উপলক্ষে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন। গোটা ঠাকুরনগর জুড়ে বসে যায় মেলা।

সম্প্রতি জেলা প্রশাসনের তরফে এ বছর ওই মেলা আয়োজন করার অনুমতি পেয়েছে ‘সারা ভারত মতুয়া মহাসঙ্ঘ।’ যার সঙ্ঘাধিপতি বনগাঁর সাংসদ মমতাবালা ঠাকুর।

কিন্তু এতেই ক্ষুব্ধ হয়েছেন মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, যিনি ‘সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের মহাসঙ্ঘাধিপতি।’ এখানে অতীতে ‘সারা ভারত মতুয়া মহাসঙ্ঘ’ নামে একটিই সংগঠন ছিল। বনগাঁর প্রাক্তন সাংসদ প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের মৃত্যুর পরে একই ‌নামে দু’টি সংগঠন তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার মেলা আয়োজনের জন্য মমতা ঠাকুরের ‘সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের’ প্রতিনিধিরা মেলায় দোকানপাট বসানোর জন্য দড়ি ফেলে মাপজোক শুরু করেন। অভিযোগ, মঞ্জুলকৃষ্ণ লোকজন নিয়ে গিয়ে বাধা দেন। উত্তেজনা তৈরি হয়। পুলিশ আসে। আসেন বিডিও।

মঞ্জুলবাবুর অভিযোগ, তাঁরাও মেলা আয়োজনের দাবি জানিয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। কিন্তু মমতাবালা নিজের ক্ষমতা কাজে লাগিয়ে, প্রশাসন-পুলিশকে ব্যবহার করে অন্যায় ভাবে মেলা আয়োজনের অনুমতি সংগ্রহ করেছেন। তাঁদের সঙ্গে এ নিয়ে কোনও আলোচনা করা হয়নি বলেও অভিযোগ মঞ্জুলের। প্রয়োজনে তাঁরা আদালতে দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

মমতাবালার সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর পক্ষে সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের সহ সভাপতি অভিজিৎ বিশ্বাস বলেন, ‘‘মেলা আয়োজনের অনুমতি চেয়ে আমরা সরকারি নিয়ম মেনে নথিপত্র জমা দিয়েছিলাম। স্বাভাবিক ভাবে আমরাই অনুমতি পেয়েছি। মঞ্জুল ঠাকুরেরা কোনও নথিপত্র জমা দিতে পারেননি। ফলে অনুমতি পাননি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Matua Mela Thakurnagar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE