Advertisement
২০ এপ্রিল ২০২৪

নাতনিকে নিয়ে বিস্কুট কিনতে এসে মৃত্যু বৃদ্ধার

ঘটনার পরে এলাকার মানুষ সকাল ১০টা থেকে পথ অবরোধ করেন। বিক্ষোভকারীদের দাবি, মৃত এবং আহতদের ক্ষতিপূরণ দিতে হবে।

দুর্ঘটনা: বসিরহাটে। নিজস্ব চিত্র

দুর্ঘটনা: বসিরহাটে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ০১:১৪
Share: Save:

নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোর ধাক্কা মারে মুদির দোকানে। ভেঙে পড়ে দোকানটি। দোকানে থাকা ৫ জনই আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যান। পথেই মৃত্যু হয় সূর্যভান বিবি (৬২) নামে এক বৃদ্ধার। আহতেরা আরজিকর ও বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বাদুড়িয়ার আটুরিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই মহিলা তাঁর নাতনি নাসিমা খাতুনকে নিয়ে দোকানে বিস্কুট কিনতে এসেছিলেন। মুদি দোকানের মালিক কাসেম আলি মণ্ডল ও তাঁর ছেলে নুর ইসলামও আহত হয়েছেন।

ঘটনার পরে এলাকার মানুষ সকাল ১০টা থেকে পথ অবরোধ করেন। বিক্ষোভকারীদের দাবি, মৃত এবং আহতদের ক্ষতিপূরণ দিতে হবে। চালককে গ্রেফতার করতে হবে। ঘণ্টা তিনেক অবরোধ চলে। এর জেরে বাদুড়িয়ার কাটিয়াহাট থেকে স্বরূপনগরের তেঁতুলিয়া যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন যাত্রীরা। পুলিশের প্রতিশ্রুতিতে জনতা শান্ত হয়। গাড়ি ও তার খালাসিকে আটক করা হয়েছে। চালকের খোঁজ চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানে বসে গল্প করছিলেন কয়েকজন। সে সময়ে কাটিয়াহাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ম্যাটাডর প্রথমে ওই দোকানে ধাক্কা মারে। দোকানে বসে থাকা ৫ জনই গুরুতর আহত হন। এরপরেই গাড়িটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে উল্টে যায়। বিদ্যুৎপৃষ্ট হন সাজাহান মণ্ডল নামে এক যুবক। তা দেখে বাসিন্দারা ট্রান্সফর্মারের স্যুইচ নামিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে সাজাহানকে উদ্ধার করেন। পুলিশের অনুমান, রাস্তায় হাম্প চোখে পড়েনি চালকের। গাড়ির গতিও বেশি ছিল। সে কারণেই দুর্ঘটনা। এ দিন দুপুরে ক্যানিং-বারুইপুর রোড থেকে আসা একটি লরি ক্যানিং থানার কাছে ধাক্কা মারে দু’টি দোকানে। এরপর ওই লরিটিই একটি বাইকে ধাক্কা মেরে পালায়। ভেঙে পড়ে দোকানগুলি। কেউ জখম হননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Elderly woman accident Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE