Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ছাত্রী ভর্তি নিয়ে বিক্ষোভ

কর্তৃপক্ষের বক্তব্য, প্রাথমিক স্কুলের গড়িমসির জন্য এই ঝামেলা। তারা মেয়েদের ভর্তির জন্য দু’টি তালিকা পাঠিয়েছে। কিন্তু সঠিক তালিকা এখনও পর্যন্ত পাঠায়নি।

বিক্ষোভ: কালীকৃষ্ণ গালর্স স্কুলে। ছবি: সুদীপ ঘোষ

বিক্ষোভ: কালীকৃষ্ণ গালর্স স্কুলে। ছবি: সুদীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৮ ০২:০১
Share: Save:

প্রাথমিক বিভাগের ছাত্রীদের না নিয়ে, লটারির মাধ্যমে অন্য স্কুলের মেয়েদের ভর্তি নেওয়া হচ্ছে— এই অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারাসতের কালীকৃষ্ণ গার্লস স্কুল। শিক্ষিকারা স্কুলে ঢুকতে গিয়ে বাধাও পান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। পুলিশের কাছে হেনস্থার অভিযোগও দায়ের করেছেন শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষের দাবি, প্রাথমিকের ছাত্রীদের ভর্তি নেওয়া হচ্ছে না বলে অভিযোগটি ঠিক নয়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, স্কুলের প্রাথমিকে ১৩১ জন পড়ুয়া রয়েছে। সেই ছাত্রীদেরই পঞ্চম শ্রেণিতে ভর্তি নেওয়া নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ। অভিভাবকদের দাবি, তার বদলে অন্য স্কুলের ১০০ জন ছাত্রীকে লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হয়েছে। তাই ওই মেয়েদের ভর্তি নেওয়ার দাবিতে এ দিন সকাল থেকে স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান বাবা-মায়েরা। ভর্তি হতে না পারা পড়ুয়ারাও হাতে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখায়। সকাল ১১টা নাগাদ স্কুলে ঢুকতে বাধা পান শিক্ষিকা ও ছাত্রীরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে শিক্ষিকাদের স্কুলে ঢোকার ব্যবস্থা করে। এক অভিভাবক প্রশান্ত ব্রহ্ম বলেন, ‘‘পঞ্চম শ্রেণি থেকে এই স্কুলে পড়বে বলে প্রাথমিকে ভর্তি করা হয়েছে। এখন ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা হচ্ছে। অথচ অন্য স্কুলে ভর্তি করা যাচ্ছে না মেয়েদের।’’ কর্তৃপক্ষের বক্তব্য, প্রাথমিক স্কুলের গড়িমসির জন্য এই ঝামেলা। তারা মেয়েদের ভর্তির জন্য দু’টি তালিকা পাঠিয়েছে। কিন্তু সঠিক তালিকা এখনও পর্যন্ত পাঠায়নি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌমিতা সেনগুপ্ত বলেন, ‘‘ওই মেয়েদের ভর্তি নেওয়া হবে না, সে কথা কখনও বলা হয়নি। স্কুলের চার জায়গায় সেই বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে। সে জন্যই অন্য স্কুলের ১০০ জন মেয়েকে লটারি করে নেওয়া হয়েছে। তা সত্ত্বেওকিছু অভিভাবক প্ররোচিত হয়ে শিক্ষিকা ও ছাত্রীদের হেনস্থা করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

School Portest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE