Advertisement
২৫ এপ্রিল ২০২৪

হর্ন বাজাতে নিষেধ করায় হামলার অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেড়াচাঁপার আকুঞ্জিপাড়ার বাসিন্দা শাহজাহান আকুঞ্জির পাঁচ বছরের মেয়ে সুহানা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। তার শ্বাসকষ্ট জনিত সমস্যাও আছে বলে দাবি পরিবারের।

সাহিদা বিবি

সাহিদা বিবি

নিজস্ব সংবাদদাতা
দেগঙ্গা শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৮
Share: Save:

বাড়িতে অসুস্থ পাঁচ বছরের ছোট্ট মেয়ে। জ্বর ও সর্দির জন্য শ্বাসকষ্টে ভুগছিল সে। সামলাতে নাজেহাল পরিবার। সেই সময় প্রতিবেশী এক যুবক শিশুটির বাড়ির পাশে ক্রমাগত মোটর সাইকেলের হর্ন বাজাচ্ছিল। প্রতিবাদ করেছিলেন শিশুটির বাবা। অভিযোগ, তাতেই ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে হামলা চালায় ওই বাইক আরোহী। অভিযোগ মারের চোটে শিশুটির ঠাকুমা সাহিদা বিবির কান ছিঁড়ে রক্ত ঝরতে থাকে। তখন বেগতিক দেখে চম্পট দেয় হামলাকারীরা। সোমবার রাতে দেগঙ্গার বেড়াচাঁপার ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেড়াচাঁপার আকুঞ্জিপাড়ার বাসিন্দা শাহজাহান আকুঞ্জির পাঁচ বছরের মেয়ে সুহানা কয়েক দিন ধরে জ্বরে ভুগছিল। তার শ্বাসকষ্ট জনিত সমস্যাও আছে বলে দাবি পরিবারের। মঙ্গলবার শাহজাহান বলেন, ‘‘সোমবার রাত ন’টা নাগাদ প্রতিবেশী এক যুবক বাড়ির পিছনে এসে ক্রমাগত মোটরবাইকের হর্ন বাজাচ্ছে দেখে আমি তাকে হর্ন বাজাতে নিষেধ করে বলি, ‘ঘরে ছোট বাচ্চার শরীর খারাপ, হর্ন বাজিও না।’ এ কথা শুনে ওই যুবক দলবল নিয়ে এসে আমাকে মারধর শুরু করে। আমাকে বাঁচাতে আসায় বাবাকেও কিল ঘুষি মারা হয়। তখন মা ছুটে এলে তাঁর কানে এমন আঘাত করে যে কান ফেটে রক্ত ঝরতে থাকে।’’

সাহিদা বিবিকে স্থানীয় বিশ্বনাথপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন। সাহিদা জানান, ‘‘নাতনিটা শ্বাসকষ্টে সারা দিন ঘুমাতে পারে না। খুব কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছিল। মোটর সাইকেলের হর্ন খুব জোরে বাজছিল বলেই বারণ করা হয়েছিল। ওরা তাতেই ঘরের বেড়া ভেঙে ঢুকে কান ছিঁড়ে দেয়। স্বামীকে বাঁচাতে গিয়ে হাতের আঙুলে লাঠির চোটও লাগে।

মঙ্গলবার শিশুটির পরিবার দেগঙ্গা থানায় সাত জনের নামে অভিযোগ করে। পুলিশ মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Deganga Horn দেহঙ্গা
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE