Advertisement
২৬ এপ্রিল ২০২৪

খেলার টুকরো খবর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগে, বৃহস্পতিবারের খেলায় নবসূর্য এসসিসি ২-১ গোলে তানসেন এসিকে পরাজিত করে। জয়ী দলের দেবাশীস সাহা ও ওমনাথ সরকার এবং বিজিত দলের কৃষ্ণা সিংহ গোল করেন। গ্যামনব্রিজ মাঠে হওয়া ওই খেলাটি পরিচালনায় করেন পার্থ বন্দ্যোপাধ্যায় ও তুষারকান্তি বারিক।

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৪ ০১:২২
Share: Save:

জয়ী নবসূর্য
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগে, বৃহস্পতিবারের খেলায় নবসূর্য এসসিসি ২-১ গোলে তানসেন এসিকে পরাজিত করে। জয়ী দলের দেবাশীস সাহা ও ওমনাথ সরকার এবং বিজিত দলের কৃষ্ণা সিংহ গোল করেন। গ্যামনব্রিজ মাঠে হওয়া ওই খেলাটি পরিচালনায় করেন পার্থ বন্দ্যোপাধ্যায় ও তুষারকান্তি বারিক।

দ্বিতীয় ডিভিশন লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে, বৃহস্পতিবারের খেলায় মুখোমুখি হয় ক্লাব স্যান্টোস ও কমলপুর ইয়ং স্পোটিং ক্লাব। এএসপি মাঠে হওয়া ওই খেলাটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।

অনূর্ধ্ব ১৪ লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ফুটবল লিগে, বৃহস্পতিবারের খেলায় দুর্গাপুর হিরোজ ৪-০ গোলে পারুলিয়া এজিসিকে হারায়। খেলাটি হয় দুর্গাপুরের লাল ময়দানে।

জয়ী বেঙ্গল স্পোর্টিং
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

শীতল সংঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায়, বৃহস্পতিবারের খেলায় জয়ী হল বেঙ্গল স্পোটিং ক্লাব। কুমারপুর টিএমসি মাঠে তারা আপকারগার্ডেন বয়েজ ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ের খেলার ফল ছিল গোল শুন্য।

আন্ত:স্কুল ফুটবল
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

সিএমসি আয়োজিত আন্ত:বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায়, বৃহস্পতিবারের খেলায় জয়ী হল ধাদকা এনসি লাহিড়ি বিদ্যালয়। আসানসোল মিউনিসিপাল পার্ক মাঠে হওয়া ওই খেলায় তারা মানিকচাঁদ উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে দেয়।

চ্যাম্পিয়ন ভিড়িঙ্গী
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

নবারুণ ক্লাব আয়োজিত আনন্দগোপাল মুখোপাধ্যায় ও অমলশঙ্কর মাজি স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভিড়িঙ্গীর তরঙ্গ বয়েজ ক্লাব। তারা বেনাচিতি মিলন সঙ্ঘকে ২-১ গোলে হারিয়ে দেয়। আয়োজকদের পক্ষে সঞ্জয় মহাপাত্র জানান, এই প্রতিযোগিতায় ৮টি দল অংশ নিয়েছিল।

জয়ী আমরা ক’জন

নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

সিহারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত পিএন মালিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতায়, বৃহস্পতিবারের খেলায় জয়ী হল দুর্গাপুরের আমরা কজন। রাজ মাঠে হওয়া খেলায় তারা ২-০ গেলে আইএসপি সেল বার্ণপুরকে হারিয়ে দেয়।

অমীমাংসিত খেলা
নিজস্ব সংবাদদাতা • বারাবনি

পানুড়িয়া, বারাবনি ও জামগ্রাম পঞ্চায়েত আয়োজিত ফুটবল লিগে, বৃহস্পতিবারের খেলা গোলশূন্যভাবে শেষ হল। এ দিন মুখোমুখি হয় নাদাই এসসি ও খড়াবড় মিলন সঙ্ঘ।

জয়ী চেলিডাঙা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

রাজলক্ষী ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতায়, বৃহস্পতিবারের খেলায় জয়ী হল আসানসোল চেলিডাঙা উচ্চবিদ্যালয়। আসানসোল স্টেডিয়ামে হওয়া খেলায় ছোটদিঘারি উচ্চ বিদ্যালয়কে তারা ২-০ গোলে হারিয়ে দেয়।

গোল্ড কাপ
নিজস্ব সংবাদদতা • আসানসোল

এনইউসিএসি আয়োজিত নেতাজি গোল্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল জবা জনকল্যাণ সমিতি। বৃহস্পতিবার তারা আসানসোল শিবমন্দির মাঠে অরবিন্দ সঙ্ঘকে ১-০ গোলে হারিয়ে দেয়।

জয়ী নবসূর্য
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগে, বৃহস্পতিবারের খেলায় নবসূর্য এসসিসি ২-১ গোলে তানসেন এসিকে পরাজিত করে। জয়ী দলের দেবাশীস সাহা ও ওমনাথ সরকার এবং বিজিত দলের কৃষ্ণা সিংহ গোল করেন। গ্যামনব্রিজ মাঠে হওয়া ওই খেলাটি পরিচালনায় করেন পার্থ বন্দ্যোপাধ্যায় ও তুষারকান্তি বারিক।

দ্বিতীয় ডিভিশন লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে, বৃহস্পতিবারের খেলায় মুখোমুখি হয় ক্লাব স্যান্টোস ও কমলপুর ইয়ং স্পোটিং ক্লাব। এএসপি মাঠে হওয়া ওই খেলাটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।


মোহনবাগান মাঠে বৃহস্পতিবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পূর্বাঞ্চলের খো-খো দল গঠনের জন্য চলছে ট্রায়াল। —নিজস্ব চিত্র।


গ্যামনব্রিজ মাঠে চলছে সুপার ডিভিশন ফুটবল। —নিজস্ব চিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE