Advertisement
২০ এপ্রিল ২০২৪

খেলার টুকরো খবর

আন্তঃকোচিং ক্যাম্প বাস্কেটবল প্রতিযোগিতায়, সিনিয়র গ্রুপের ফাইনালে সুশীল ঘোষ কোচিং সেন্টার ৯০-৪৪ পয়েন্টে সমী রায়চৌধুরী কোচিং ক্যাম্পকে পরাজিত করে। গ্রুপের সেরা নির্বাচিত হন শুভজিৎ হাজরা। মেয়েদের সিনিয়র গ্রুপের ফাইনালে, স্বপন ঘোষ কোচিং সেন্টার ২৫-১৪ পয়েন্টে গোপাল বন্দ্যোপাধ্যায় কোচিং সেন্টারের কাছে পরাজিত হয়।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৪ ০০:৫৮
Share: Save:

বাস্কেট বল প্রতিযোগিতা

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

আন্তঃকোচিং ক্যাম্প বাস্কেটবল প্রতিযোগিতায়, সিনিয়র গ্রুপের ফাইনালে সুশীল ঘোষ কোচিং সেন্টার ৯০-৪৪ পয়েন্টে সমী রায়চৌধুরী কোচিং ক্যাম্পকে পরাজিত করে। গ্রুপের সেরা নির্বাচিত হন শুভজিৎ হাজরা। মেয়েদের সিনিয়র গ্রুপের ফাইনালে, স্বপন ঘোষ কোচিং সেন্টার ২৫-১৪ পয়েন্টে গোপাল বন্দ্যোপাধ্যায় কোচিং সেন্টারের কাছে পরাজিত হয়। সেরা কেলোয়াড় হন দিয়া মুখোপাধ্যায়। মিনি বয়েজ গ্রুপের ফাইনালে মানবেন্দ্রপ্রসাদ সিংহ কোচিং ক্যাম্প ২১-৯ পয়েন্টে সঞ্জয় মন্ডল কোচিং ক্যাম্পকে পরাজিত করে। এই গ্রুপের সেরা হন রোহন নস্কর। অনূর্ধ্ব ১০ ছেলেদের গ্রুপের ফাইনালে জ্যোতিষ দত্ত কোচিং সেন্টার ৬-২ পয়েন্টে হারায় সুকুমার চট্টোপাধ্যায় কোচিং সেন্টারকে। গ্রুপের সেরা শুভজিৎ মজুমদার। খেলাগুলি হয়েছে অরবিন্দ স্টেডিয়ামে।

ফুটবলে জয়ী পারবীরহাটা

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

প্রথম ডিভিশন ফুটবল লিগে পারবীরহাটা নেতাজী সঙ্ঘ ২-১ গোলে জাগরণী সঙ্ঘকে পরাজিত করে। খেলাটি হয় রাধারানি স্টেডিয়ামে। নেতাজির পক্ষে সুকুমার মুর্মু ও রতন মাঝি এবং জাগরণীর হয়ে বিনোদ টুডু গোল করেন। স্পন্দন মাঠের খেলায় আরাধনা সঙ্ঘ ২-০ গোলে চৌরঙ্গী ক্লাবের কাছে পরাজিত হয়। এই ডিভিশনেরই অপর একটি খেলায় ভাতচালা তরুণ স্পোর্টিং ক্লাব ২-১ গোলে হারিয়ে দেয় বিধানপল্লী অ্যাথলেটিক ক্লাবকে। ভাতছালার হয়ে তারাচরণ ঘোষ দু’টি গোল করেন। বিধানপল্লির হয়ে গোল করেন পীতাম্বর টুডু।

সুপার ডিভিশন

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

সুপার ডিভিশন ফুটবলে শিবাজি সংঘ ও আরএইউসির খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। এখনও পর্যন্ত ডিভিসনের চারটি খেলার মধ্যে শিবাজি ৩টিতে জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। দু’টি ড্র ও দু’টি জয়ের পর দ্বিতীয় স্থানে রয়েছে আরএইউসি।

অরুণোদয়ের হার

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

সিএমসি আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জিতল শ্রীপুর উচ্চ বিদ্যালয়। এ দিন তারা আসানসোল মিউনিসিপ্যাল পার্ক মাঠে অরুণোদয় উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে দেয়। তিনটি গোলই করেন জয়দেব টুডু।

ইকড়ার জয়

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

অশোক সঙ্ঘ আয়োজিত পশুপতি দাস ও শ্যামাপদ দত্ত স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জয়ী হল জামুড়িয়ার ইকড়া ফুটবল ক্লাব। এ দিন তারা রানিগঞ্জ রেল মাঠে তরুণ সমিতি ওল্ড এগারাকে ২-০ গোলে হারায়। দু’টি গোলই করেন লখিন্দর কোড়া।

সাতাসার হার

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতার শুক্রবারের খেলায় জিতল পুরুলিয়া এএইচএসএসজি। তারা কুমারপুর টিএমসি মাঠে সাতাসা মিনি ক্লাবকে ২-০ গোলে হারায়। গোল দু’টি করেন জয়ন্ত বাউড়ি।

বাঘা যতীনের জয়

নিজস্ব সংবাদদাতা • বারাবনি

পানুড়িয়া, জামগ্রাম ও ইটাপাড়া গ্রাম পঞ্চায়েত আয়োজিত ফুটবল লিগের শুক্রবারের খেলায় জিতল ইটাপাড়া বাঘাযতীন ক্লাব। এ দিন গৌরান্ডি মাঠের খেলায় তারা মন্দারপুর আরএনএসকে ১-০ গোলে হারায়।

হারল ভারতী

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

জিবিএফসি আয়োজিত অশোক ঘোষ ও চাঁপা প্রভা দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অআকখ কালচারাল ক্লাব ১-০ গোলে হারাল ভারতী ভলিবল ক্লাবকে। গোলটি করেন সুরজ দাস।

জিতল উখড়া

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ (১০৩ পয়েন্ট) ফুটবল লিগে লাল ময়দানে শুক্রবার উখড়া এফএ ৬-০ গোলে সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে হারায়।

জয়ী সরস্বতী সঙ্ঘ

নিজস্ব সংবাদদাতা • কালনা

কালনা মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল লিগের অঘোরনাথ পার্ক স্টেডিয়ামের খেলায় সাতগাছিয়া সরস্বতী সঙ্ঘ ৫-০ গোলে হারাল শ্রীরামপুর নব উদ্বোধন সঙ্ঘকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE