Advertisement
১৬ এপ্রিল ২০২৪

খেলার টুকরো খবর

জিবিএফসি আয়োজিত অশোক ঘোষ ও চাঁপা প্রভা দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে অআকখ কালচারাল ক্লাব ২-১ গোলে শ্যামপুর উদয় সঙ্ঘকে হারায়। অআকখ-র হয়ে দু’টি গোল করেন সুরজকুমার দাস। শ্যামপুরের হয়ে মুকেশ মাজি গোল করেন। খেলা পরিচালনা করেন অভীক চক্রবর্তী, ওমপ্রকাশ সিংহ ও আশিস দাসবিশ্বাস।

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৪ ০১:৩১
Share: Save:

স্মৃতি ফুটবল

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

জিবিএফসি আয়োজিত অশোক ঘোষ ও চাঁপা প্রভা দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে অআকখ কালচারাল ক্লাব ২-১ গোলে শ্যামপুর উদয় সঙ্ঘকে হারায়। অআকখ-র হয়ে দু’টি গোল করেন সুরজকুমার দাস। শ্যামপুরের হয়ে মুকেশ মাজি গোল করেন। খেলা পরিচালনা করেন অভীক চক্রবর্তী, ওমপ্রকাশ সিংহ ও আশিস দাসবিশ্বাস।

চ্যাম্পিয়ন চেলিডাঙা

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

সিএমসি আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আসানসোল চেলিডাঙা উচ্চ বিদ্যালয়। তারা আসানসোল মিউনিসিপ্যাল পার্ক মাঠে শ্রীপুর উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকোরে ৪-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। ফাইনালের সেরা জয়ী দলের সুরজিৎ মির্জা। সর্বোচ্চ গোলদাতা বিজিত দলের জয়দেব টুডু।

জয়ী ঝাটিডাঙা

নিজল্ব সংবাদদাতা • রানিগঞ্জ

অশোক সঙ্ঘ আয়োজিত শ্যামাপদ দত্ত ও পশুপতি দাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হয় ঝাটিডাঙা ইউসি, রানিগঞ্জ। তারা রানিগঞ্জ রেল মাঠে সকরা ইউসি-কে ২-০ গোলে হারিয়ে দেয়। দু’টি গোলই করেন ঝাটিডাঙার রাজকুমার কোড়া।

জিতল মহাবীর

নিজস্ব সংবাদদাতা • আসানসোল

শীতল সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের খেলায় জয়ী হল মহাবীর ক্লাব। কুমারপুর টিএমসি মাঠে বরাচক আদিবাসী ক্লাবকে তারা টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে দেয়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১।

হারল উখড়া এফএ

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার দুর্গাপুর এএসপি মাঠের খেলায় আইএন দিশারি সঙ্ঘ ১-০ গোলে উখড়া এফএ-কে হারায়। গোল করেন বীরবাহাদুর থাপা।

কালনায় ফুটবল

নিজস্ব সংবাদদাতা • কালনা

সমুদ্রগড় বান্ধব সমিতি ও শ্যামগঞ্জ স্পোর্টিংয়ের খেলা অমীমাংসিত রইল শুক্রবার। এ দিন অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে কালনা মহকুমা ফুটবল লিগের ওই খেলা ছিল। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল১-১।

অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে চলছে ফুটবল লিগ। নিজস্ব চিত্র।


গণেশ চন্দ্র বাউরি ও মানিক চন্দ্র ঘোষ স্মৃতি ফুটবল জিতল ইয়ং বেঙ্গল। ছবি: সব্যসাচী ইসলাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE