Advertisement
২৩ এপ্রিল ২০২৪

খেলার মাঠে

সুপার ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতায় এ দিনের খেলায় মুখোমুখি হয় ফ্রেন্ডস রেজিমেন্ট ও বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব। খেলা পরিচালনা করেন পার্থ বন্দ্যোপাধ্যায়, অভীক চক্রবর্তী ও আশীস দাস।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০০:৫১
Share: Save:

সুপার ডিভিশন লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

সুপার ডিভিশন ফুটবল লিগে বৃহস্পতিবারের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত এই প্রতিযোগিতায় এ দিনের খেলায় মুখোমুখি হয় ফ্রেন্ডস রেজিমেন্ট ও বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব। খেলা পরিচালনা করেন পার্থ বন্দ্যোপাধ্যায়, অভীক চক্রবর্তী ও আশীস দাস।

জয়ী নন্দাই এফসি
নিজস্ব সংবাদদাতা • বারবনি

পানুড়িয়া, জামগ্রাম ও ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের সম্মিলিত উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় জয়ী হল নন্দাই এফসি। ইটাপাড়া মাঠে তারা দিঘলপাহাড়ি আদিবাসী ক্লাবকে ২-০ গোলে হারিয়ে দেয়। এই মাঠে বুধবারের খেলায় খয়েরবনি গৌড়বাজার আদিবাসী ক্লাব ১-০ গোলে সত্ত্বা আদিবাসী ক্লাবকে হারায়।

নবারুণের পরাজয়
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

হস্টেল অ্যাথালেটিক ক্লাব আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতায়, বৃহস্পতিবারের খেলায় আইএন দিশারি সঙ্ঘ টাইব্রেকারে ৮-৭ গোলে নবারুণ এসিকে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। দিশারীর হয়ে লাল্টু আলি এবং নবারুণের হয়ে সনাতন দাস গোল করেন।

গোল্ড কাপ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল


আসানসোল স্টেডিয়ামে বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র।

প্রগতির উদ্যোগে আয়োজিত বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে জয়ী হল মোহনবাগান-সেল অ্যাকাডেমি। তারা বৃহস্পতিবার আসানসোল স্টেডিয়ামে কালনা বুলেট ক্লাবকে ১-০ গোলে হারায়। এ দিনের খেলার সেরা বিজিত দলের তোতন শেখ।

হারল দক্ষিণখণ্ড
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

বক্তারনগর ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার জয়ী হল পরাশকোল পদ্মাবতী সঙ্ঘ। তারা বক্তারনগর মাঠে দক্ষিণখণ্ড এফসি-কে ১-০ গোলে হারিয়ে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE