Advertisement
২৬ এপ্রিল ২০২৪

পুর ক্রিকেটে জয়ী ১২ নম্বর

মঞ্চের সামনে থরে থরে সাজানো হরেক পুরস্কার। মোটরবাইক থেকে এলইডি টিভি, মোবাইল থেকে সোনার কয়েন! কোনওটা সেরা ব্যাটস্‌ম্যানের জন্য, কোনওটা আবার সেরা বোলারের।

কাটোয়া শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৯
Share: Save:

মঞ্চের সামনে থরে থরে সাজানো হরেক পুরস্কার। মোটরবাইক থেকে এলইডি টিভি, মোবাইল থেকে সোনার কয়েন! কোনওটা সেরা ব্যাটস্‌ম্যানের জন্য, কোনওটা আবার সেরা বোলারের। পুরস্কার রয়েছে সেরা উইকেট কিপার, সেরা ফিল্ডারের জন্যও।

কাটোয়া পৌরসভার ২০টি ওয়ার্ড নিয়ে ২০ ডিসেম্বর শুরু হওয়া ক্রিকেট প্রতিযোগিতা শেষ হল রবিবার। এ দিন ছিল ফাইনাল। তারই পুরস্কারের বহর ছিল দেখার মতো। কাটোয়া স্টেডিয়ামে আয়োজিত এই খেলায় মুখোমুখি হয় ১২ নম্বর ও ১৬ নম্বর ওয়ার্ড। এ দিনের খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পুরপ্রধান অমর রাম। খেলায় ১৬ নম্বর ওয়ার্ডকে ৮ উইকেটে হারায় ১২ নম্বর ওয়ার্ড। পুরস্কার বিতরণী সভায় ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। জয়ী দলের হাতে ৫০ হাজার টাকা ও রানার্স দলকে ৩০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়। অমরবাবু বলেন, ‘‘খেলোয়াড়দের উৎসাহিত করতেই পুরস্কারের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE