Advertisement
২০ এপ্রিল ২০২৪

বেতন কাটার নালিশ, অফিস ভাঙচুর

কর্মীদের বেতনের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করলেন কারখানা কর্তৃপক্ষ ও সিটু নেতৃত্ব। বুধবার সকালে রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলের ঘটনা।

গোলমালের পরে অফিসঘর। —নিজস্ব চিত্র।

গোলমালের পরে অফিসঘর। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
রানিগঞ্জ শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ০২:৪৬
Share: Save:

কর্মীদের বেতনের দাবিতে বিক্ষোভকে কেন্দ্র করে পরস্পরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করলেন কারখানা কর্তৃপক্ষ ও সিটু নেতৃত্ব। বুধবার সকালে রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলের ঘটনা।

সিটু-র অভিযোগ, নির্বাচনের দিন কাজে যোগ না দেওয়ায় ১০ জন শ্রমিকের বেতন কেটে নিয়েছেন কারখানা কর্তৃপক্ষ। এ দিন সকাল থেকেই কারখানা চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিটুর সদস্য, কর্মীরা। অভিযোগ, ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য আবেদন জানানো হলেও কারখানা কর্তৃপক্ষ বারবার জানান, ‘উনি ব্যস্ত।’

স্থানীয় সূত্রে খবর এরপরেই শুরু হয় গোলমাল। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন সিটু নেতা-কর্মীরা সিনিয়র ম্যানেজারের উপরে চড়াও হন। ভাঙচুর চালানো হয় তাঁর অফিসেও। সিনিয়র ম্যানেজার এন কে গুহর অভিযোগ, ‘‘বিক্ষোভকারীরা কোনও কথাই শুনতে চাননি। আমাকে মারধর করা হয়েছে। ভাঙচুর চলে অফিসেও। রানিগঞ্জ থানায় অভিযোগ জানিয়েছি।’’

যদিও ম্যানেজারের অভিযোগ উড়িয়ে দিয়ে সিটু নেতৃত্ব তথা আসানসোল দক্ষিণের সিপিএম প্রার্থী হেমন্ত প্রভাকরের দাবি, ‘‘নির্বাচনের দিন কাজ না করার জেরে কয়েক জন কর্মীর ছুটি মঞ্জুর না করে বেতন কেটে নেওয়া হয়েছে। ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইলে নিরাপত্তা রক্ষীদের দিয়ে আমাদের উপর হামলা চালানো হয়।’’ রানিগঞ্জ থানায় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সিটু নেতৃত্ব। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE