Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মমতার কাছে তদন্ত রিপোর্ট

অঙ্কুর সীটের হাত বাদ যাওয়ার ঘটনার তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠাল স্বাস্থ্য ভবন। শুক্রবার স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ জেনে সোমবার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৬ ০২:৫১
Share: Save:

অঙ্কুর সীটের হাত বাদ যাওয়ার ঘটনার তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পাঠাল স্বাস্থ্য ভবন। শুক্রবার স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ জেনে সোমবার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই ঘটনায় সুপারকে শো কজের পাশাপাশি পাঁচ জন চিকিৎসক ও নার্সের সাসপেনশনের সুপারিশ করা হয়েছে। ঘটনার কথা জানার পর থেকেই মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি সম্পর্কে খোঁজখবর শুরু করেন। দোষীদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, সে ব্যাপারেও স্বাস্থ্যকর্তাদের নির্দেশ দিয়েছিলেন তিনি। এ দিন অঙ্কুরের পরিবারকে ক্ষতিপূরণ ও দোষী চিকিৎসক, নার্সদের শাস্তির দাবিতে সুপারের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেসের আসানসোল সংসদ কমিটি। বিক্ষোভ শেষে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE