Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সিসিটিভি ফুটেজে মিলেছে নানা সূত্র, দাবি পুলিশের

বৃদ্ধের ডেবিট কার্ড হাতিয়ে লক্ষাধিক টাকা জালিয়াতির ঘটনায় একাধিক এটিএম থেকে সিসিটিভির ফুটেজ জোগাড় করছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদবের দাবি, যে সমস্ত এটিএম থেকে ওই কার্ড ব্যবহার করে দুষ্কৃতীরা টাকা তুলেছিল সেগুলির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বেশ কিছু সূত্র মিলেছে।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৪ ০১:৪১
Share: Save:

বৃদ্ধের ডেবিট কার্ড হাতিয়ে লক্ষাধিক টাকা জালিয়াতির ঘটনায় একাধিক এটিএম থেকে সিসিটিভির ফুটেজ জোগাড় করছে পুলিশ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদবের দাবি, যে সমস্ত এটিএম থেকে ওই কার্ড ব্যবহার করে দুষ্কৃতীরা টাকা তুলেছিল সেগুলির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বেশ কিছু সূত্র মিলেছে।

দুর্গাপুরের শ্যামপুরের বাসিন্দা মানিকচন্দ্র সরকার ৬ জুন কোকওভেন থানায় অভিযোগ করেন যে, ২৪ মে থেকে ৪ জুনের মধ্যে তাঁর অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষেরও বেশি টাকা চুরি গিয়েছে। তাঁর দাবি, ২৪ মে টাকা তুলে বেরোনোর সময় জনাকয়েক যুবক তাঁকে ঘিরে ধরে। তারাই কোনওভাবে আসল ডেবিট কার্ডটি হাতিয়ে অন্য কার্ড ঢুকিয়ে দেয় পকেটে। পরে ৬ জুন আবার টাকা তুলতে গিয়ে কার্ডটি না চলায় তিনি ব্যাঙ্কে গিয়ে অভিযোগ করেন। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির নথি থেকেও জানা যায়, ওই মানিকবাবুর ডেবিট কার্ডটি ব্যবহার করে কখনও গয়না কেনা হয়েছে আবার কখনও হোটেলের বিল মেটানো হয়েছে।

মানিকবাবুর অভিযোগ ছিল পুলিশ সেভাবে তদন্ত শুরুই করেনি, শুধু জেনারেল ডায়েরি নিয়েছে। তবে বুধবার এডিসিপি সেই জেনারেল ডায়েরিকে এফআইআর হিসাবে গণ্য করে নতুন করে তদন্ত শুরুর নির্দেশ দেওয়ায় রাতেই নতুন করে অভিযোগ নথিবদ্ধ করে কোকওভেন থানার পুলিশ। বৃহস্পতিবার এডিসিপি সুনীল যাদব জানান, যে সমস্ত এটিএম কাউন্টার থেকে ওই ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তোলা হয়েছিল সেগুলি থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করা হয়েছে। ফুটেজগুলি পরীক্ষা করে বেশ কিছু সূত্র মিলেছে। তবে তদন্তের স্বার্থে তা জানাতে চাননি তিনি।

এ দিন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির অসতর্ক মনোভাবেরও সমালোচনা করেন তিনি। এডিসিপি জানান, কিছুদিন আগে বিভিন্ন ব্যাঙ্ক কর্তাদের ডেকে ভালো সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেওয়া হয়, যাতে ফুটেজ পরিস্কার আসে। বেসরকারি ব্যাঙ্কগুলি পরামর্শ মানলেও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি এখনও তেমন উদ্যোগ নেয়নি বলে তাঁর দাবি। সুনীল যাদব বলেন, “এ বার লিখিত ভাবে সেই পরামর্শ ব্যাঙ্কগুলিকে পাঠানো হবে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ অন্তত একমাস রাখার পরামর্শও দেওয়া হবে।” এছাড়া এটিএম কাউন্টারগুলিতে, বিশেষ করে যেগুলি জনবহুল এলাকায় এবং যেখানে লেনদেন বেশি সেগুলিতে নিরাপত্তারক্ষী বাধ্যতামূলক করার পরামর্শও দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

cctv footage fraud
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE