Advertisement
২০ এপ্রিল ২০২৪

কেরলে কাজে গিয়ে কাঁকসার যুবকের মৃত্যু

ওই যুবক শনিবার কেরল রওনা হন। কেরলের পালঘাট স্টেশনের কাছে তাঁর দেহ উদ্ধার হয়েছে, মঙ্গলবার এই খবর পৌঁছয় বাড়িতে।

কান্না: শোকগ্রস্ত পরিবার। কাঁকসার মলানদিঘিতে। মঙ্গলবার। নিজস্ব চিত্র

কান্না: শোকগ্রস্ত পরিবার। কাঁকসার মলানদিঘিতে। মঙ্গলবার। নিজস্ব চিত্র

বিপ্লব ভট্টাচার্য
কাঁকসা শেষ আপডেট: ২৩ মে ২০১৮ ০১:৩৮
Share: Save:

ভিন্‌ রাজ্যে কাজে যাওয়া যুবকের ক্ষতবিক্ষত দেহ মিলল রেললাইনের পাশে। ঠিকাদারের অধীনে কাজ করতে কাঁকসার মলানদিঘির ওই যুবক শনিবার কেরল রওনা হন। কেরলের পালঘাট স্টেশনের কাছে তাঁর দেহ উদ্ধার হয়েছে, মঙ্গলবার এই খবর পৌঁছয় বাড়িতে।

পুলিশ জানায়, মৃতের নাম সিপাই টুডু (২১)। পরিবারের দাবি, সোমবার তিনি ফোন করে জানিয়েছিলেন, কিছু সশস্ত্র দুষ্কৃতীর কবলে পড়েছেন তিনি। তার পর থেকে সিপাইয়ের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে পরিজনেরা জানান। কী কারণে এমন ঘটল, সে নিয়ে ধন্দে পড়েছেন তাঁরা। পুলিশ জানায়, কেরলের পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি বিশদে জানার চেষ্টা চলছে।

মলানদিঘি পঞ্চায়েতের হরিকি গ্রামের জনা ছয়েক যুবক স্থানীয় এক ঠিকাদারের সঙ্গে শনিবার কেরলে কাজের জন্য রওনা হন। এলাকাবাসী জানান, এই গ্রাম থেকে আগেও অনেকে ভিন্‌ রাজ্যে কাজে গিয়েছেন। সিপাই নিজেও আগে কেরলে কাজে গিয়েছিলেন বলে পরিজনেরা জানান। তাঁর মাসি সানি টুডু জানান, সোমবার সকাল ৮টা নাগাদ পালঘাটে পৌঁছনোর পরে একটি অচেনা নম্বর থেকে ফোন করে সিপাই জানান, তাঁর কাজে যেতে ইচ্ছে করছে না। স্টেশন থেকেই বাড়ি ফিরবেন। আবার সকাল ১০টার সময়ে অন্য একটি নম্বর থেকে ফোন করে জানান, তাঁর কাছে বেশি টাকা নেই। যা রয়েছে তা দিয়েই বাড়ি ফিরবেন। সানিদেবীর কথায়, ‘‘সিপাই ওর ভাইকে জানায়, ঠিকাদারকে হাজার তিনেক টাকা দিতে হবে। তা যেন বাড়ি থেকে পাঠিয়ে দেওয়া হয়। এর পরে দুপুর ১২টা নাগাদ ফের ফোন করে জানায়, ওকে বেশ কিছু গুন্ডা ঘিরে ধরেছে। তাদের হাতে অস্ত্র রয়েছে। আর বাড়ি ফেরা হবে না বলে আক্ষেপও করছিল। তার পরেই ফোন কেটে যায়।’’ তিনি জানান, এর পরে বারবার চেষ্টা করলেও ওই নম্বরে আর যোগাযোগ করা যায়নি।

পরিজনেরা জানান, ঘটনার পর থেকেই উদ্বেগে ছিলেন তাঁরা। সিপাইয়ের ভাই সুকুল টুডু বলেন, ‘‘যে ঠিকাদার ও বন্ধুদের সঙ্গে দাদা গিয়েছিল, তাঁদের ফোন করি। তাঁরা জানান, দাদা স্টেশন থেকেই বাড়ি ফিরে গিয়েছে।’’ এ দিন দুপুরে কাঁকসা থানার পুলিশ সিপাইয়ের বাড়ির লোকজনকে থানায় ডেকে দেহ উদ্ধারের কথা জানায়। মৃতের বাবা বাদল টুডুর অভিযোগ, ‘‘আমার ছেলেকে খুন করা হয়েছে। কারও সঙ্গে ওর কোনও বিবাদ ছিল না। ঘটনার তদন্ত হোক।’’

খবর পাওয়ার পর থেকে কেঁদে চলেছেন সিপাইয়ের মা সুকদি টুডু। প্রতিবেশীরা ভিড় করেছেন বাড়িতে। শুকুল টুডু নামে যে ঠিকাদারের সঙ্গে সিপাই গিয়েছিলেন, তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেন পরিবারের লোকজন। ঠিকাদার জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যাচ্ছেন। তবে কী কারণে কেরলে পৌঁছেও সিপাই বাড়ি ফিরতে চেয়েছিলেন, সে নিয়ে তাঁরাও ধন্দে বলে ওই ঠিকাদারের দাবি। ওই গ্রামেরই এক যুবক এ দিন ফোনে বলেন, ‘‘আগেও এক সঙ্গে অনেক বার কাজে গিয়েছি। কোথাও তেমন কোনও সমস্যা হয়নি। এ বার কী হল, বুঝিনি!’’ কাঁকসা থানা জানায়, কেরল পুলিশের সঙ্গে যোগাযোগ করে কী ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kerala Kanksa কাঁকসা death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE