Advertisement
২৪ এপ্রিল ২০২৪

তৎপর যুবক, রক্ষা পেল ট্রেন

রেল কর্তৃপক্ষ ফাটলের কথা মানতে চাননি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘পয়েন্ট ফেলিওর হয়েছিল। আমাদের কর্মীরা সেটি দেখতে পেয়ে তা ঠিক করেছেন।’’

চলছে মেরামতি। —নিজস্ব চিত্র।

চলছে মেরামতি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
জামালপুর শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৭ ০২:২৯
Share: Save:

রেলগেট পড়ে যাওয়ায় গাড়ি থেকে নেমে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন যুবক। হঠাৎ তাঁর নজরে পড়ে, লাইনে ফাটল। সঙ্গে-সঙ্গে সে কথা জানান গেটম্যানকে। ছুটে গিয়ে গাড়ি থেকে লাল কাপড় নিয়ে এসে ওড়াতে থাকেন লাইনে দাঁড়িয়ে। বর্ধমানের জৌগ্রাম ও ঝাপানডাঙা স্টেশনের মাঝে শনিবার বিকেলে নির্মল ঘোষ নামে ওই যুবকের এমন তৎপরতায় আপ হাওড়া-মশাগ্রাম লোকাল দুর্ঘটনা থেকে বেঁচেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।

যদিও রেল কর্তৃপক্ষ ফাটলের কথা মানতে চাননি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, ‘‘পয়েন্ট ফেলিওর হয়েছিল। আমাদের কর্মীরা সেটি দেখতে পেয়ে তা ঠিক করেছেন।’’ তবে স্থানীয় সিপিএম বিধায়ক সমর হাজরা থেকে জৌগ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তৃণমূলের মৃদুলকান্তি মণ্ডলেরা বলেন, ‘‘নির্মলবাবুকে আমরা কুর্ণিশ জানাই। তাঁর জন্যই দুর্ঘটনা থেকে ট্রেন বেঁচে গিয়েছে বলে জেনেছি।’’

এ দিন বিকেল ৫টা নাগাদ পাঁচশিমুল গ্রাম থেকে জৌগ্রামে যাচ্ছিলেন নির্মলবাবু। তাঁর দাবি, পাঁচশিমুলে রেলগেট পড়ে যাওয়ায় গাড়ি থেকে নেমে রেললাইনের পাশে ঘোরাফেরা করছিলেন। সেই সময়েই লাইনে বড় ফাটল তাঁর নজরে আসে। তার পরেই দেখতে পান, ওই লাইন ধরে এগিয়ে আসছে আপ মশাগ্রাম লোকাল। নির্মলবাবু দাবি করেন, তিনি সঙ্গে-সঙ্গে ছুটে গিয়ে গেটম্যানকে চিৎকার করে সে কথা জানান। তার পরে নিজের গাড়িতে থাকা লাল কাপড় নিয়ে এসে ওই ফাটলের জায়গায় দাঁড়িয়ে লাল কাপড় ওড়াতে থাকেন। লাল পতাকা দেখাতে থাকেন গেটম্যানও। তা দেখে বিপদের আশঙ্কা করে চালক ট্রেন থামিয়ে দেন।

স্থানীয় পঞ্চায়েত প্রধান আসরফ আলি বলেন, ‘‘বর্ধমানমুখী একটি দূরপাল্লার ট্রেন যাওয়ার পরেই ঘটনাটি ঘটে। নির্মলবাবু দেখে গেটম্যানকে খবর দেন।’’

এরই মধ্যে গেটম্যান জৌগ্রাম ও ঝাপানডাঙা স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে ঘটনার কথা জানান। শুরু হয় ফাটল মেরামতির কাজ। রেলের একটি সূত্রে জানা গিয়েছে, সন্ধে ৭টা নাগাদ মেরামতি শেষ হলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলের স্থানীয় কর্মীদের একাংশও লাইনে ফাটলের কথা মেনে নেন। কিন্তু রেল কর্তৃপক্ষের দাবি, ফাটল নয়, টেকনিক্যাল সমস্যা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE