Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দুর্গাপুরে ফের ডেঙ্গি, আক্রান্ত কিশোর

দুর্গাপুরে গত কয়েক বছর ধরে বারবারই ডেঙ্গিতে আক্রান্তের ঘটনা ঘটছে। ২০১২ সালে দু’জনের মৃত্যু হয়। ২০১৫ সালে মারা যায় এক বালিকা। ২০১৬ সালে সেপকো টাউনশিপের এক মহিলা এবং ডিএসপি টাউনশিপের এক কিশোরের মৃত্যু হয়।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ০১:০৭
Share: Save:

ফের ডেঙ্গি দুর্গাপুরে। দিন দশেক আগেই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ডেঙ্গিতে আক্রান্ত এক অন্তঃসত্ত্বার। এ বার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ওয়ারিয়ার এক কিশোর। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মশার প্রকোপ আটকাতে কীটনাশক প্রয়োগ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের ওয়ারিয়া কোল ডিপো এলাকার কিশোর ঋত্বিক চৌধুরী। ২৩ জুন স্থানীয় ডিটিপিএস হাসপাতালে ভর্তি করানো হয়। ডেঙ্গির জীবাণু মেলায় তাকে ইএসআই হাসপাতালে রেফার করা হয়। তার বাবা জগদীশবাবু জানান, ইএসআই থেকে শোভাপুরের বেসরকারি হাসপাতাল, সেখান থেকে ঋত্বিককে এখন বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

দুর্গাপুরে গত কয়েক বছর ধরে বারবারই ডেঙ্গিতে আক্রান্তের ঘটনা ঘটছে। ২০১২ সালে দু’জনের মৃত্যু হয়। ২০১৫ সালে মারা যায় এক বালিকা। ২০১৬ সালে সেপকো টাউনশিপের এক মহিলা এবং ডিএসপি টাউনশিপের এক কিশোরের মৃত্যু হয়। প্রতি বছরই হাসপাতালে ভর্তি হওয়া অনেকের প্রাথমিক রক্ত পরীক্ষায় ডেঙ্গির লক্ষ্মণ ধরা পড়ে।

পুরসভার তরফে একশো দিনের কাজে নর্দমা ও আগাছা পরিষ্কারের কাজ হচ্ছে নিয়মিত। সাড়ে তিনশো মহিলা কর্মী বাড়ি-বাড়ি ঘুরে সচেতনতার পাঠ দিচ্ছেন। তার পরেও পরিস্থিতি বদলাচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। পুরসভার তরফে জানানো হয়, রবিবার থেকে ফের কীটনাশক স্প্রে করার কাজ শুরু হয়েছে। এক বেসরকারি সংস্থার সঙ্গে এ বিষয়ে চুক্তি রয়েছে। তাই পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে গেলেও এই কাজ চলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dengue ডেঙ্গি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE