Advertisement
২৫ এপ্রিল ২০২৪

বাজার ঘুরে প্লাস্টিক বন্ধের ডাক বিডিও-র

সালানপুরের নানা অঞ্চলে রাস্তা দখল করে বেচাকেনার অভিযোগ অনেক দিনের। পরিবেশ ও নিকাশি ব্যবস্থার ক্ষতি আটকাতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধের দাবিও জানিয়ে আসছেন অনেকে।

সালানপুরে অভিযান। নিজস্ব চিত্র

সালানপুরে অভিযান। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
সালানপুর শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ০১:২১
Share: Save:

প্লাস্টিকের প্যাকেট ব্যবহার, ফুটপাথ দখল করে ব্যবসা ও রাস্তা জুড়ে অবৈধ পার্কিং বন্ধের আবেদন জানিয়ে শনিবার পথে নামলেন সালানপুরের বিডিও তপনকুমার সরকার। ব্লকের নানা বাজার ঘুরে ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছে নিয়ম মেনে চলার আর্জি জানান তিনি। এ সব বন্ধ করতে সাত দিনের সময়সীমাও বেঁধে দেন। তার পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিডিও।

সালানপুরের নানা অঞ্চলে রাস্তা দখল করে বেচাকেনার অভিযোগ অনেক দিনের। পরিবেশ ও নিকাশি ব্যবস্থার ক্ষতি আটকাতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার বন্ধের দাবিও জানিয়ে আসছেন অনেকে। বাসিন্দারা দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন, রূপনারায়ণপুর বাজার, ডাবর মোড়, কেবলস রোড, গুরুদ্বারা রোড ও বিহার রোড এলাকায় এই বেনিয়ম বেশি দেখা যায়।

ডাবর মোড়ের চৌমাথার কাছে রাস্তার বেশ কিছু অংশ দখল করে পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ফলে, সমস্যায় পড়তে হয় গাড়ির চালক থেকে পথচারীদের। অভিযোগ, অনেকে রাস্তার অংশে স্থায়ী-অস্থায়ী নির্মাণও করেছেন। রূপনারায়ণপুরের আনাজ ও মাছের মাজারেও একই পরিস্থিতি। প্লাস্টিকের প্যাকেটের যথেচ্ছ ব্যবহারে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ছে বলে অভিযোগ। নর্দমার মুখ প্যাকেট আটকে আবর্জনা ও জল রাস্তা দিয়েই বয়ে যায়। ফলে, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে।

সালানপুরের বিডিও তপনবাবু এ দিন সকাল ১০টা থেকে প্রায় তিন ঘণ্টা এলাকায় ঘোরেন। তিনি জানান, স্থানীয় বাসিন্দারা বহু দিন থেকেই এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আসছেন। তাই এ দিন তিনি পুলিশ ও এলাকার বিশিষ্ট কিছু মানুষজনকে নিয়ে পথে নামেন। রূপনারায়ণপুর বাজার এলাকায় গিয়ে বিডিও ব্যবসায়ীদের প্লাস্টিকের প্যাকেট ব্যবহার বন্ধের পাশাপাশি ফুটপাথ ও রাস্তা দখলমুক্ত করার নির্দেশ দেন। জনা কয়েক ব্যবসায়ী প্লাস্টিকে নিষেধাজ্ঞা নিয়ে আপত্তি তোলেন। বিডিও সাফ জানিয়ে দেন, এ বিষয়ে কোনও আপত্তি শোনা হবে না। তপনবাবু বলেন, ‘‘এ সব বন্ধ করার জন্য আমি সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছি। এর পরেও মানা না হলে আইনানুগ ব্যবস্থা নেব।’’

বিডিও জানান, ডাবর মোড় এলাকায় যাত্রীদের জন্য দু’টি ছাউনি নির্মাণের জন্য বাসিন্দারা বহু দিন ধরেই আবেদন করছেন। এ দিন প্রাথমিক ভাবে কয়েকটি জায়গা দেখা হয়েছে। পরে আরও পর্যবেক্ষণ করে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE