Advertisement
২০ এপ্রিল ২০২৪

পড়ুয়াদের অ্যাকাউন্ট নিয়ে ক্ষোভ

অভিভাবকদের একাংশের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ‘জিরো ব্যালেন্স’ অ্যাকাউন্ট খোলার জন্য বর্ধমানের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে যাওয়ার পরামর্শ দিচ্ছে। কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক জেলাশাসকের নির্দেশও মানছে। কিন্তু এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হয়।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ০২:১৮
Share: Save:

অভিযোগ ছিল, অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পড়ুয়াদের বৃত্তি পাওয়ার অ্যাকাউন্টে ন্যূনতম নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখতে বাধ্য করছে। কোনও কারণে জমা টাকার পরিমাণ কমে গেলে জরিমানা বাবদ টাকা কেটে নেওয়া হচ্ছে। এরপরেই পড়ুয়াদের ‘জিরো ব্যালেন্স’ অ্যাকাউন্ট খোলার বিষয়ে ব্যাঙ্কগুলিকে নজর দিতে বলেন মুখ্যমন্ত্রী। এ মাসেই জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব প্রতিটি ব্যাঙ্কে চিঠি দিয়ে সংখ্যালঘু ভাতা পাওয়ার জন্য পড়ুয়াদের ‘জিরো ব্যালেন্স’ অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেন। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, “ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বিষয়টি তুলে ধরব। প্রয়োজনে প্রতিটি ব্যাঙ্কের সঙ্গে পৃথক ভাবে কথা বলব।” তিনি স্পষ্ট জানিয়েছেন, অ্যাকাউন্ট খোলার জন্য আধার কার্ডের নম্বর থাকা না থাকা নিয়েও কোনও প্রশ্ন তোলা যাবে না।

প্রশাসন সূত্রে জানা যায়, প্রাথমিক স্তরে হাজার টাকা, মাধ্যমিক স্তর পর্যন্ত ১২৪০ টাকা, উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ ২৭০০ টাকা, কলেজ স্তরে সর্বোচ্চ ৫০০০টাকা পর্যন্ত বৃত্তি পায় সংখ্যালঘু পড়ুয়ারা। গত ১২ জুলাই ওই নির্দেশে বলা ছিল, প্রি-ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম-সহ একাধিক বিষয়ে বৃত্তি পাওয়ার জন্য সংখ্যালঘু পড়ুয়াদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে বাধ্য ব্যাঙ্কগুলি। তবে বাস্তবে হয়রানি কমছে না। কালনার একটি স্কুলের প্রধান শিক্ষক আসরাফ আলি শেখের অভিযোগ, “বৃত্তির জন্য অ্যাকাউন্ট খুলতে ব্যাঙ্কগুলি এক হাজার টাকা জমা রাখতে বলছে। ওই টাকা না রাখলে অ্যাকাউন্ট খুলতে চাইছে না ব্যাঙ্কগুলি।” অভিভাবকদের অভিযোগ, জেলাশাসকের নির্দেশের আগেই অ্যাকাউন্ট খোলা হয়েছে, এমন অ্যাকাউন্টে কোনও কারণে জমা টাকা এক হাজার টাকার কম হলেই ব্যাঙ্ক জরিমানা বাবদ টাকা কেটে নিচ্ছে। বর্ধমানের জেলা পরিষদ সদস্য নূরুল হাসানের ক্ষোভ, “ব্যাঙ্কের টালবাহানার জন্য সংখ্যালঘু বৃত্তি পাওয়ার সময়সীমা না পেরিয়ে যায়!”

অভিভাবকদের একাংশের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ‘জিরো ব্যালেন্স’ অ্যাকাউন্ট খোলার জন্য বর্ধমানের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কে যাওয়ার পরামর্শ দিচ্ছে। কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক জেলাশাসকের নির্দেশও মানছে। কিন্তু এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢোকার ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হয়। শীর্ষ ব্যাঙ্কের জেলার ম্যানেজার (এলডিএম) শিবশঙ্কর প্রসাদ গুপ্ত বলেন, “জেলাশাসকের নির্দেশ সব ব্যাঙ্কেই মানতে হবে। সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখব।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE