Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দিলীপের র‌্যালিতে পরীক্ষা বন্ধের অভিযোগ

স্কুল কর্তৃপক্ষ জানান, স্কুলের দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের ‘ক্লাস টেস্ট’ চলছিল। দুপুর ১টা নাগাদ আচমকাই পর পর প্রচুর গাড়ি ঢুকে পড়ে স্কুল চত্বরে। শোনা যায় বহু মানুষের ‘উৎসাহী’ চিৎকার।

প্রচারে দিলীপ ঘোষ। শুক্রবার। নিজস্ব চিত্র

প্রচারে দিলীপ ঘোষ। শুক্রবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মেমারি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০১:২৪
Share: Save:

স্কুলে চলছিল পরীক্ষা। আচমকা ঢুকতে থাকল একের পর এক গাড়ি, মোটরবাইক। স্কুল কর্তৃপক্ষের দাবি, বিজেপি-র রাজ্য সভাপতির ওই সভাকে কেন্দ্র করে এমন গাড়ি-দৌরাত্ম্যে স্কুলে অসুবিধা হয়েছে। শুক্রবার মেমারির পাল্লা-চাঁচাই তফসিলি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা।

স্কুল কর্তৃপক্ষ জানান, স্কুলের দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের ‘ক্লাস টেস্ট’ চলছিল। দুপুর ১টা নাগাদ আচমকাই পর পর প্রচুর গাড়ি ঢুকে পড়ে স্কুল চত্বরে। শোনা যায় বহু মানুষের ‘উৎসাহী’ চিৎকার। এর পরে পড়়ুয়াদের একাংশ পরীক্ষা ফেলে বাইরে চলে আসে। অনেকে এগিয়ে যায় দিলীপবাবু হুডখোলা গাড়ির দিকে। এলাকায় ছিলেন বিজেপি-র জেলা সভাপতি (বর্ধমান সদর) সন্দীপ নন্দী, জেলার পর্যবেক্ষক অনল বিশ্বাসেরাও। স্কুল লাগোয়া এলাকাতেই শুরু হয় বক্তৃতাও। স্কুলের প্রধান শিক্ষক অশোক মুর্মুর অভিযোগ, ‘‘ওই রাজনৈতিক কর্মসূচির জন্যই পরীক্ষা নেওয়া গেল না। মাঝপথে পড়ুয়াদের পরীক্ষার খাতা জমা নিতে হয়। এটা কোনও ভাবেই কাম্য নয়।’’

যদিও স্কুল কর্তৃপক্ষের অভিযোগ স্বীকার করেননি অনলবাবু। তাঁর কথায়, ‘‘স্কুলের সামনে কোনও সভা হয়নি। মিছিল শেষে দিলীপবাবু সকলকে মাইকে শুধুমাত্র ধন্যবাদ জানান। তবুও জেলা সভাপতি স্কুল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।”

দিলীপবাবুর ওই প্রচার-মিছিল ঘিরে বিতর্ক দেখা গিয়েছে অন্য ক্ষেত্রেও। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের দাবি, মিছিলের অনুমতি নেওয়া হয়, তাতে সাইকেল থাকবে তা জানিয়ে। কিন্তু বাস্তবে দেখা যায়, কয়েকশো মোটরবাইক যোগ দিয়েছে মিছিলে। জেলার এক শীর্ষ পুলিশকর্তার কথায়, ‘‘মিছিলের অধিকাংশ লোকই মোটরবাইকে সওয়ার ছিলেন। তাঁদের হাতে একটি রাজনৈতিক দলের পতাকাও দেখা গিয়েছে। গোটা বিষয়টিই ক্যামেরাবন্দি করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে মামলা দায়ের করা হবে।’’ যদিও সন্দীপবাবুর দাবি, ‘‘আমাদের সাইকেল মিছিলই হয়েছে। কেউ কেউ অতি উৎসাহে মোটরবাইক নিয়ে এসেছিলেন। তবে তা সংখ্যায় নগণ্য।’’

বিজেপি সূত্রে জানা যায়, এ দিন প্রচার-র‌্যালিটি শুরু হয়েছিল মেমারির রসুলপুর রেলগেট থেকে। এর সূচনা করেন দিলীপবাবু। র‌্যালিটি রসুলপুর, দলুইবাজার, শেখপাড়া, পাল্লা রোড প্রভৃতি এলাকা পরিক্রমা করে। পরে পূর্বস্থলীতেও সভা করেন দিলীপবাবু। দু’জায়গা থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন দিলীপবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE