Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বিরোধী দলনেতার ইস্তফায় জল্পনা

দুপুরে ইস্তফাপত্র জমা দিয়ে পৌনে ৩টে নাগাদ পুরসভার মেয়র পারিষদ (জল) পূর্ণশশী রায়ের ঘরে বসেই নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বছর পঁয়তাল্লিশের ওয়াসিমুল।

ওয়াসিমুল হক।

ওয়াসিমুল হক।

নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ১৭ মে ২০১৮ ০৩:১৭
Share: Save:

বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিলেন আসানসোল পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর ওয়াসিমুল হক। তাঁর দাবি, শারীরিক অসুস্থতার কারণে দলের অনুমতি নিয়েই পদ ছেড়েছেন তিনি।

বুধবার দুপুরে ইস্তফাপত্র জমা দিয়ে পৌনে ৩টে নাগাদ পুরসভার মেয়র পারিষদ (জল) পূর্ণশশী রায়ের ঘরে বসেই নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বছর পঁয়তাল্লিশের ওয়াসিমুল। তিনি বলেন, ‘‘আমার শরীর ভাল যাচ্ছে না। তিন বছর ধরে কাজ চালিয়েছি। দলকে বলেছি, আমার বিকল্প খুঁজে নিতে।’’

সিপিএম সূত্রে জানা যায়, ২০০৯ ও ২০১৫ থেকে দু’দফায় দলের কাউন্সিলর ওয়াসিমুল। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা পরে দলের সদস্যপদ পান। এ দিন তাঁর ইস্তফা প্রসঙ্গে সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পার্থ মুখোপাধ্যায়ের বক্তব্য, ‘‘শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উনি আমাদের অনুমোদন নিয়েই পদত্যাগ করেছেন। পরবর্তী কালে বৈঠক করে আমরা বিরোধী নেতা ঠিক করব।’’

তবে ওয়াসিমুলের ইস্তফার পরেই তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন বলে দাবি করেন শহরের তৃণমূল নেতা, কর্মীদের একাংশ। তাঁদের সূত্রেই জানা গিয়েছে, সম্প্রতি তৃণমূলের রাজ্য স্তরের এক শীর্ষ নেতার ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়েছিলেন ওয়াসিমুল। সিপিএম সূত্রের খবর, বিষয়টি নিয়ে দলের অন্দরে প্রশ্নের মুখে পড়েন ওয়াসিমুল।

তৃণমূলে যোগ দেবেন কি না, জিজ্ঞাসা করা হলে ওয়াসিমুল অবশ্য এ দিন বলেন, ‘‘এখনই এ সব বলার সময় আসেনি। অমি এখনও সিপিএমেই রয়েছি। পরে এ সব ভেবে দেখব।’’ বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি পার্থবাবু। সরাসরি কিছু বলতে না চাইলেও তৃণমূলের জেলা সভাপতি ভি শিবদাসনের (দাশু) বক্তব্য, ‘‘স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের দলে সবসময়েই স্বাগত।’’

১০৬টি ওয়ার্ডের আসানসোল পুরসভায় তৃণমূল, বামফ্রন্ট ও বিজেপি-র আসন সংখ্যা বর্তমানে ৮৬, ১৭, ৩। তৃণমূল কর্মীদের দাবি, দ্রুত আরও বেশি সংখ্যক ওয়ার্ডে তাদের কাউন্সিলর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE