Advertisement
১৮ এপ্রিল ২০২৪

একই প্রস্তাবক শাসক ও বিরোধীর, বিতর্ক

গ্রাম পঞ্চায়েত স্তরে এক জন তৃণমূলের প্রার্থী। অন্য জন বিজেপি-র হয়ে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু দু’জনের এক জায়গাতে মিল। তাঁদের দু’জনেরই প্রস্তাবক একই ব্যক্তি।

নিজস্ব সংবাদদাতা
গলসি শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ১০:৫৫
Share: Save:

গ্রাম পঞ্চায়েত স্তরে এক জন তৃণমূলের প্রার্থী। অন্য জন বিজেপি-র হয়ে পঞ্চায়েত সমিতিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু দু’জনের এক জায়গাতে মিল। তাঁদের দু’জনেরই প্রস্তাবক একই ব্যক্তি। এমনই ঘটনা ঘটেছে গলসিতে। প্রশাসন সূত্রে জানা যায়, এমন ঘটনায় আইনি কোনও বাধা নেই। কিন্তু, যে ব্যক্তি প্রস্তাবক, তাঁকে তৃণমূল নিজেদের দলের কর্মী বলায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গলসি ২ ব্লকের গোহগ্রাম পঞ্চায়েতের ১ নম্বর সংসদে তৃণমূলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশিস চট্টোপাধ্যায়। তিনি ওই এলাকারই তৃণমূলের যুব সভাপতি। আশিসবাবুর মনোনয়নপত্রে ‘প্রস্তাবক’ হিসেবে নাম রয়েছে বিকাশ ঘোষ নামে এক জনের। আবার ওই ব্লকেরই তৃণমূল সভাপতি বাসুদেব চৌধুরী এ বার লড়াই করছেন ১৯ নম্বর পঞ্চায়েত সমিতির আসনে। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী কালিকারঞ্জন চট্টোপাধ্যায়। দেখা গিয়েছে, কালিকারঞ্জনবাবুর প্রস্তাবক হিসেবেও নাম রয়েছে বিকাশবাবুর।

এই ঘটনা সামনে আসার পরেই শুরু হয়েছে চাপানউতোর। বাসুদেববাবু বলেন, ‘‘বিকাশবাবু আমাদের দলেরই সক্রিয় কর্মী।’’ তা হলে তাঁর বিরুদ্ধে দাঁড়ানো প্রার্থীর হয়ে প্রস্তাবক হয়েছেন কেন বিকাশবাবু? এই প্রশ্নে বাসুদেববাবুর অভিযোগ, ‘‘আমার বিরুদ্ধে চক্রান্ত করে এমনটা করা হয়েছে। বিষয়টি দলের জেলা নেতৃত্বকে জানিয়েছি। দল নিশ্চয়ই ব্যবস্থা নেবে।’’ যদিও কেন চক্রান্ত, সে বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। তবে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বাসুদেববাবু ও তৃণমূলের ব্লক যুব সভাপতি সুজন মণ্ডল দলে পরস্পরের বিরোধী বলেই পরিচিত। এ ঘটনা সেই কারণেই কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দলে। শুক্রবার সুজনবাবু অবশ্য বলেন, ‘‘কোথাও কোন্দল নেই। কিন্তু আমাকে ফাঁসানোর জন্যই এটা করা হয়েছে।’’

তবে এ বিষয়ে বিকাশবাবুকে ফোন করা হলে তা বন্ধ দেখা যায়। উত্তর মেলেনি মেসেজেরও। কিন্তু তৃণমূল প্রার্থীর প্রস্তাবক বিজেপি প্রার্থীরও প্রস্তাবক কী ভাবে হলেন? বিজেপি নেতা নীলমাধব মণ্ডল বলেন, “ঠিক কী ভাবে এমনটা হয়েছে, তা বলা যাচ্ছে না। খোঁজ নেব।’’

তবে আইনি ভাবে এমন প্রস্তাবক হওয়ায় বাধা নেই বলেই প্রশাসন সূত্রে জানা যায়। বিডিও (গলসি ২) শঙ্খ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এ বিষয়ে আইনি কোনও বাধা নেই। কারণ নিয়ম অনুযায়ী একই ব্যক্তি ত্রিস্তরীয় পঞ্চায়েতের একাধিক স্তরে প্রস্তাবক হতেই পারেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE