Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

ইসিএল স্কুলবাস বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে দু’টি বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিকারের দাবিতে ঘণ্টা তিনেক রানিগঞ্জের দামালিয়া প্যাচের উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন পড়ুয়া ও অভিভাবকেরা। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ থামে। পড়ুয়াদের অভিযোগ, রানিগঞ্জের গাঁধী স্মৃতি ও যমুনাময়ী বালিকা বিদালয়ে যাওয়ার জন্য এই এলাকায় খনি চালুর আগে স্কুলবাস দিয়ে সামাজিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছিল ইসিএল।

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৪ ০০:৪৮
Share: Save:

স্কুলবাস বন্ধ, বিপাকে ছাত্রীরা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

ইসিএল স্কুলবাস বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে দু’টি বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতিকারের দাবিতে ঘণ্টা তিনেক রানিগঞ্জের দামালিয়া প্যাচের উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন পড়ুয়া ও অভিভাবকেরা। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ থামে। পড়ুয়াদের অভিযোগ, রানিগঞ্জের গাঁধী স্মৃতি ও যমুনাময়ী বালিকা বিদালয়ে যাওয়ার জন্য এই এলাকায় খনি চালুর আগে স্কুলবাস দিয়ে সামাজিক দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছিল ইসিএল। মাসখানেক আগে থেকে সেই বাস চলা বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে বেহাল রাস্তায় ট্রেকারই ভরসা। বৃহস্পতিবার অতিরিক্ত যাত্রীবোঝাই ওই যানে চেপে স্কুলে যাওয়ার সময় এক ছাত্রী পড়ে গিয়ে জখম হয়। দ্রুত বাস চালু করার দাবিতে তাঁরা এ দিন প্যাচ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। খনি কর্তৃপক্ষ ঘণ্টাখানেকের মধ্যে ঘটনাস্থলে গিয়ে প্রতিকারের প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীরা মানতে চাননি। শেষ পর্যন্ত রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ির পুলিশ গিয়ে খনির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি নিষ্পত্তির আশ্বাস দিলে বিক্ষোভ থামে।

ঘুষ নেওয়ায় ধৃতদের জেল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

ঘুষ নেওয়ার অভিযোগ ধৃত দুই সেলস ট্যাক্স কর্মীকে বৃহস্পতিবার আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এর আগেও চারদিনের পুলিশ হেফাজত হয়েছিল ওই ২ ব্যক্তির। ধৃত চারুকেশ ভট্টাচার্য ও গৌতম রায়কে জিজ্ঞাসাবাদ করে ঘুষ নেওয়ায় জড়িত অন্যদেরও খোঁজ চলছে বলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে। শনিবার বর্ধমানের এক বাসিন্দা জেলাশাসকের কাছে অভিযোগ করেন, দুর্গাপুরে মুচিপাড়ার কাছে তাঁর লরি আটকে ঘুষ দাবি করছেন সেলস ট্যাক্স দফতরের লোকজন। জেলাশাসক বিষয়টি পুলিশ কমিশনারেটকে জানান। এর পর কয়েকজন সাদা পোশাকের পুলিশ কর্মী ঘটনাস্থলে গিয়ে হাজির হলে পুলিশ লরির চালকের পক্ষ নিয়ে সেলস ট্যাক্স কর্মীদের সঙ্গে দরাদরি শুরু করেন। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দী করে রাখা হয়। এরপর পুলিশ দুর্গাপুরের ডেপুটি ট্যাক্স কমিশনার চারুকেশ ভট্টাচার্য এবং ওই দফতরের করণিক গৌতম রায়কে গ্রেফতার করে।

ছাত্র প্রহৃত, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

অষ্টম শ্রেণির দুই ছাত্রের বিবাদ মেটাতে গিয়ে এক শিক্ষক দু’জনকেই বেধড়ক মারধর করেছেন, এই অভিযোগে বিক্ষোভ হল স্কুলে। এক ছাত্রের বাবা প্রতিবেশীদের নিয়ে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। স্কুল কর্তৃপক্ষ কোনও কথা বলতে চাননি। সময়ের আগেই স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের রামসরাফ স্কুলে। ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রের পরিজনদের অভিযোগ, তাঁদের ছেলে এক সহপাঠীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে। স্কুলের শিক্ষক বিবাদ মেটাতে গিয়ে দু’জনকেই বেধড়ক মারধর করে। এতে ওই ছাত্র অসুস্থ হয়ে পড়ে। সেই খবর পেয়ে তাঁরা স্কুলে এই ঘটনার কারণ জানতে যান। অভিযুক্ত শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

বিদ্যুৎ নিয়ে দাবি
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ

রানিগঞ্জে বেহাল বিদ্যুৎ পরিষেবা নিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে রাজ্যের বিদ্যুৎ দফতরে চিঠি পাঠালেন রানিগঞ্জের পুরপ্রধান সিপিএমের অনুপ মিত্র। তিনি জানান, রানিগঞ্জ একটি প্রাচীন শহর। এখানে প্রতিদিন ৭-৮ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ২২টি ওয়ার্ডে প্রায় একশোটি বিদ্যুতের খুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। বারবার স্থানীয় বিদ্যুৎ দফতরকে জানিয়েও কোনও প্রতিকার না মেলায় বাধ্য হয়ে সরকারি হস্তক্ষেপের আর্জি জানালেন বলে তাঁর দাবি।

কোথায় কী

দুর্গাপুর

নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। ট্রাঙ্ক রোড ময়দান। বিকাল সাড়ে তিনটে। উদ্যোগ: হস্টেল অ্যাথলেটিক ক্লাব।
সিনিয়র ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। গ্যামন ব্রিজ মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: মহকুমা ক্রীড়া সংস্থা।

‘কোথায় কী’ বিভাগের জন্য চিঠি পাঠানোর ঠিকানা: এবিপি প্রাইভেট লিমিটেড, এ-১০ সেন্ট্রাল পার্ক, ডক্টরস কলোনি, সিটি সেন্টার, দুর্গাপুর-৭১৩২১৬।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE