Advertisement
২০ এপ্রিল ২০২৪

টুকরো খবর

বেসরকারি সিমেন্ট সংস্থার সঙ্গে প্রতারণার অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃত জয়ন্ত মুখোপাধ্যায়ের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পাহাড়পুরে। সোমবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা থেকে তাঁকে ধরা হয়। মঙ্গলবার দুর্গাপুর আদালত ধৃতকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৪ ০১:১৩
Share: Save:

সিমেন্ট সংস্থার সঙ্গে প্রতারণা, ধৃত

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

বেসরকারি সিমেন্ট সংস্থার সঙ্গে প্রতারণার অভিযোগ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃত জয়ন্ত মুখোপাধ্যায়ের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পাহাড়পুরে। সোমবার রাতে দুর্গাপুরের সিটি সেন্টার এলাকা থেকে তাঁকে ধরা হয়। মঙ্গলবার দুর্গাপুর আদালত ধৃতকে চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশ জানায়, অভিযুক্তের ভাই রাজা মুখোপাধ্যায়ও এই ঘটনায় অভিযুক্ত। তিনি পলাতক। ওই সিমেন্ট সংস্থার তরফে আইনজীবী দেবাশিস মণ্ডল জানান, পাহাড়পুরে একটি সংস্থা চালান জয়ন্তবাবু ও তাঁর ভাই। ১৯৯৮ সাল থেকে কোতোয়ালি এলাকায় এই সিমেন্ট সংস্থার এজেন্ট হিসেবে কাজ করছিল জয়ন্তবাবুদের সংস্থাটি। অভিযোগ, গত কয়েক বছর ধরে সিমেন্ট সংস্থার কোনও টাকা তাঁরা মেটাচ্ছিলেন না। টাকা চাওয়া হলে জয়ন্তবাবুরা বারবার পরে দেওয়ার কথা বলে এড়িয়ে যাচ্ছিলেন। দেবাশিসবাবুর দাবি, “সংস্থাকে টাকা না ফেরালেও বিভিন্ন ক্রেতার কাছ থেকে ওই দু’জনে টাকা তুলে নিয়েছিলেন বলে আমরা প্রমাণ পেয়েছি।” ওই আইনজীবী অভিযোগ করেন, বারবার তাগাদার পরে জয়ন্তবাবুরা চারটি চেক দেন। কিন্তু সব ক’টিই বাউন্স করে। এর পরেই সিমেন্ট সংস্থার তরফে প্রতারণা, ষড়যন্ত্রের অভিযোগ করা হয়। দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, অভিযোগ পেয়ে পশ্চিম মেদিনীপুরে জয়ন্তবাবুদের কার্যালয়েও যায় পুলিশ। কিন্তু তাঁদের ধরা যায়নি। শেষে পুলিশ খবর পায়, সোমবার রাতে দুর্গাপুর আসছেন জয়ন্তবাবু। ওঁত পেতে সিটি সেন্টার থেকে রাতেই ধরা হয় তাঁকে।

স্মরণসভা ভিড়সিনে

নিজস্ব সংবাদদাতা • বুদবুদ

দুবরাজপুরের পুলিশকর্মী অমিত চক্রবর্তীর মৃত্যুতে বুদবুদের ভিড়সিন গ্রামে স্মরণসভার আয়োজন করল বিজেপি। বিজেপি নেতারা জানান, এই গ্রামে অমিতবাবুদের ভিটে ছিল। এখন সেখানে আত্মীয়-পরিজন থাকেন। স্মরণসভায় স্থানীয় বিজেপি নেতা নরেশ কোনার দাবি করেন, দোষীদের অবিলম্বে খুঁজে বের করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকেও এ বিষয়ে সদর্থক ভূমিকা নিতে হবে।

কিশোরীকে ধর্ষণ, ধৃত

নিজস্ব সংবাদদাতা • কালনা

বছর পনেরোর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার কালনার শাসপুর এলাকা থেকে সুবোধ তালুকদার নামে ওই যুবককে ধরা হয়। ওই কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, সম্প্রতি বছর কুড়ির ওই যুবক তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। থানায় তখন নিখোঁজ ডায়েরিও করেছিলেন তাঁরা। পরে কোনওরকমে মেয়েকে বাড়ি ফিরিয়ে আনা হয়। সেই সময়েই ওই যুবক তাঁর মেয়েকে অপহরণ করে বলে অভিযোগ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

লরির ধাক্কায় মৃত্যু

নিজস্ব সংবাদদাতা • কালনা

বালিবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার কালনার আয়মাপাড়া মোড়ে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম জয়ন্ত মাঝি (২০)। বাড়ি এলাকারই বৃদ্ধপাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যায় ওই যুবক রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। আচমকা পিছন থেকে বালিবোঝাই লরিটি ধাক্কা মারে তাঁকে। কালনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান জয়ন্তবাবু।

স্মৃতি ফুটবল

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

অআকখ কালচারাল ক্লাব আয়োজিত অমূল্যরতন বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন বোস স্মৃতি ফুটবলে মঙ্গলবার উখড়া ফুটবল অ্যাকাডেমি টাইব্রেকারে ৪-৩ গোলে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবকে হারায়। অআকখ মাঠে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল।

জয়ী খয়েরবনি

নিজস্ব সংবাদদাতা • বারাবনি

পানুড়িয়া, ইটাপাড়া ও জামগ্রাম পঞ্চায়েতের মিলিত উদ্যোগে আয়োজিত ফুটবল লিগে মঙ্গলবার জয়ী হয় খয়েরবনি আদিবাসী। তারা জামগ্রাম মাঠে কাপিষ্ঠা শিব সঙ্ঘকে ৩-০ গোলে হারায়।

ছাত্রীর মৃত্যু

অস্বাভাবিক মৃত্যু হয়েছে একাদশ শ্রেণির এক ছাত্রীর। সোমবার রাতে মঙ্গলকোটের মাজিগ্রামে ঘটনাটি ঘটে। মৃত ছাত্রীর নাম সৌমি ঠাকুর (১৭)। বাড়ি বীরভূমের নানুর থানার কুরুম্বঘোষ গ্রামে। মাজিগ্রামে মামার বাড়িতে থেকেই পড়াশোনা করত সে। পুলিশের অনুমান, প্রেমঘটিত সম্পর্কের জেরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই ছাত্রী।

কোথায় কী

দুর্গাপুর

নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। ট্রাঙ্ক রোড ময়দান। বিকাল সাড়ে তিনটে। উদ্যোগ: হস্টেল অ্যাথলেটিক ক্লাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE