Advertisement
২৬ এপ্রিল ২০২৪

টুকরো খবর

হাসপাতাল চত্বরের মধ্যে প্রতীক্ষালয়, রাস্তা সংস্কার-সহ নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডল। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে রোগীকল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন তিনি। হাজির ছিলেন কালনার এসিএমওএইচ, মহকুমা হাসপাতাল সুপার, কালনার বিধায়ক ও রোগীকল্যাণ সমিতির বেশ কিছু সদস্য।

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৪ ০১:০২
Share: Save:

হাসপাতালের রাস্তা সংস্কারের আশ্বাস বৈঠকে

নিজস্ব সংবাদদাতা • কালনা

হাসপাতাল চত্বরের মধ্যে প্রতীক্ষালয়, রাস্তা সংস্কার-সহ নানা উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডল। শুক্রবার কালনা মহকুমা হাসপাতালে রোগীকল্যাণ সমিতির বৈঠকে যোগ দেন তিনি। হাজির ছিলেন কালনার এসিএমওএইচ, মহকুমা হাসপাতাল সুপার, কালনার বিধায়ক ও রোগীকল্যাণ সমিতির বেশ কিছু সদস্য। আলোচনা চলাকালীন হাসপাতাল কর্তৃপক্ষ গ্রুপ ডি কর্মী, চিকিৎসক ও নার্সের অভাবের কথা জানান। কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু সাংসদকে হাসপাতালে আর একটি অপারেশন থিয়েটার তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করতে অনুরোধ করেন। হাসপাতাল কম্পাউন্ডের মধ্যে একটি প্রতিক্ষালয়, রাস্তা উঁচু করার মতো বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠক শেষে সাংসদ, বিধায়ক-সহ গোটা দলটি হাসপাতালের ওটি-সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। সাংসদ জানান, ধীরে ধীরে সমস্ত বিষয়গুলি সমাধান করা হবে। আপাতত হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নয়নমূলক কাজের জন্য ১২ লক্ষ টাকা দেওয়া হবে। সুনীলবাবু আরও জানান, শুধু হাসপাতাল কর্তৃপক্ষ নয় উন্নয়নের ব্যাপারে সাহায্য করা হবে কালনা পুরসভাকে। ১৮ নম্বর ওয়ার্ডের উন্নয়নের জন্য সাংসদ তহবিল থেকে ১ কোটি টাকা দেওয়ার কথা জানান তিনি।

ঘেরাও কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা • কালনা

দলীয় কর্মীদের মারধরের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানা ঘেরাও এবং পথসভা করার কর্মসূচি নিয়েছে বিজেপি। শুক্রবার কালনার কৃষ্ণদেবপুর এলাকায় একটি বৈঠক করে এই সিদ্ধান্ত জানান দলের জেলা সভাপতি (বর্ধমান পূর্ব) রাজীব ভৌমিক। তিনি জানান, গত ১০ বেগপুর পঞ্চায়েতের বিটরা-খোটরা এলাকার একটি সভায় ৫০০ জন তৃণমূল কর্মীর বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা ইনসান মল্লিকের নেতৃত্বে একদল দুষ্কৃতী ওই সভায় হামলা চালায়। আহত হন কালনা ১ ব্লকের দলীয় সভাপতি সহ ১৩ জন। বিজেপির অভিযোগ, বেশ কিছু পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না।

ছাত্রী নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা • কাটোয়া

খোঁজ মিলছে না দশম শ্রেণির এক ছাত্রীর। তার নাম নুপূর সাহা। কাশীশ্বরী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সে। বাড়ি কাটোয়ার অনাদিবাবু বাগানে। ওই ছাত্রীর মা মন্দিরা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুক্রবার ভোর থেকে তাঁর মেয়েকে পাওয়া যাচ্ছে না। বিকেল থেকে মোবাইলে হুমকি দেওয়া মেসেজও পাঠানো হচ্ছে বলে তাঁর দাবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জয়ী তৃণমূল

নিজস্ব সংবাদদাতা• মঙ্গলকোট

সম্প্রতি মঙ্গলকোটের লাখুড়িয়া ও গোতিষ্ঠা এলাকার দু’টি কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। লাখুড়িয়ার ১৭টি ও গোতিষ্ঠাতে ৯টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। তৃণমূল ছাড়া কোনও দলই মনোনয়নপত্র দাখিল করেনি।

দেহ উদ্ধার

কর্মী আবাসন থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকের এক বেসরকারি রোলিং মিলের কর্মী আবাসনের ঘটনা। মৃতের নাম বলরাম সিংহ (৩২)। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।

কর্মী আবাসনে মিলল দেহ

কর্মী আবাসন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রানিগঞ্জের মঙ্গলপুর শিল্পতালুকে একটি বেসরকারি রোলিং মিলের কর্মী আবাসনে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বলরাম সিংহ (৩২)। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজেপির বিক্ষোভ

তৃণমূলের বিরুদ্ধে হামলা, তোলাবাজি, লোহা ও কয়লার অবৈধ কারবার বন্ধের দাবিতে জামুড়িয়া থানায় বিক্ষোভ দেখাল বিজেপি। বিক্ষোভের পরে জামুড়িয়া থানার ওসিকে স্মারকলিপি দেন বিজেপি কর্মীরা। অবৈধ কারবারের অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, বাকি অভিযোগগুলি খতিয়ে দেখা হবে।

দামোদরে দেহ

নদীতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়া আরও এক যুবকের দেহ মিলল শুক্রবার। বৃহস্পতিবার ডিসেরগড়ে দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে যান মহম্মদ আরমান ও আমির শাহিল নামে দু’জন। দু’জনেরই বাড়ি বার্নপুরের রহমতনগরে। আরমানের দেহ উদ্ধার করা গেলেও সে দিন আমিরের খোঁজ মেলেনি। শুক্রবার তাঁর দেহটি উদ্ধার হয়।

বৃক্ষরোপণ

স্টেশনের পাশেই পালিত হল বৃক্ষরোপন কর্মসূচি। আসানসোল ডিভিশনের আরপিএফ এই কর্মসূচির আয়োজন করে বৃহস্পতিবার। স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের পাশে প্রায় ১৫০টি গাছ লাগানো হয় বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে। ছিলেন আসানসোল ডিভিশনের ডিআরএম সঞ্জয়শেখর গেহেলট।

ছিনতাই ১০ লক্ষ

কার্যত পুলিশের সামনেই ১০ লক্ষ টাকা ছিনতাই হয়ে গেল চালকল কর্তার। বর্ধমানের সহেরপুর এলাকার এক রাইস মিল কর্তার ভাই সনৎ বেতালের গাড়ির কাঁচ ভেঙে কয়েকজন ব্যক্তি টাকা ছিনতাই করেন শনিবার দুপুরে। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের কাছে পলেমপুরে, পুলিশ ক্যাম্পের ২০০ মিটারের মধ্যে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE