Advertisement
২৪ এপ্রিল ২০২৪

টুকরো খবর

শ্রমমন্ত্রীর দু’দফা বৈঠকের পরেও জমিজট কাটেনি ফরিদপুরের ইছাপুরে। ফলে, মঙ্গলবার ফের বন্ধ হয়ে গেল অন্ডাল বিমাননগরীর বিদ্যুতের টাওয়ার সরানোর কাজ। ক্ষতিপূরণ হাতে না পেলে কাজ করতে দেওয়া হবে না বলে দাবি করেছেন স্থানীয় জমি মালিক, বর্গাদার ও খেতমজুরেরা। ফরিদপুর (লাউদোহা) থানা থেকে পুলিশ গিয়ে মধ্যস্থতার চেষ্টা করে। কিন্তু সমস্যা মেটেনি।

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০২:০৭
Share: Save:

ইছাপুরে ফের বাধা টাওয়ার সরানোর কাজে

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

শ্রমমন্ত্রীর দু’দফা বৈঠকের পরেও জমিজট কাটেনি ফরিদপুরের ইছাপুরে। ফলে, মঙ্গলবার ফের বন্ধ হয়ে গেল অন্ডাল বিমাননগরীর বিদ্যুতের টাওয়ার সরানোর কাজ। ক্ষতিপূরণ হাতে না পেলে কাজ করতে দেওয়া হবে না বলে দাবি করেছেন স্থানীয় জমি মালিক, বর্গাদার ও খেতমজুরেরা। ফরিদপুর (লাউদোহা) থানা থেকে পুলিশ গিয়ে মধ্যস্থতার চেষ্টা করে। কিন্তু সমস্যা মেটেনি। বিমাননগরী নির্মাণকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইছাপুর গ্রামের বাসিন্দারা এর আগে বারবার জমি সমীক্ষার কাজে বাধা দিয়েছেন। ‘ইছাপুর কৃষিজমি রক্ষা ও সংগ্রাম কমিটি’র সম্পাদক উত্তম গড়াই অভিযোগ করেন, ক্ষতিপূরণ নিয়ে স্থির সিদ্ধান্ত হওয়ার আগেই জমিতে সমীক্ষার কাজ শুরু হয়েছিল। তাই ওই গ্রামবাসীরা কাজ করতে দেননি। এর পরে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক দু’দফা বৈঠক করেন। বৈঠকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু, এখনও পর্যন্ত কেউ ক্ষতিপূরণের টাকা হাতে পাননি। মঙ্গলবার ঠিকা সংস্থার কর্মীরা কাজ শুরু করতে যেতেই তাঁরা বাধা দেন। কাজ বন্ধ করে ফিরে যায় ঠিকাদার সংস্থা। পুলিশ গ্রামবাসীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা দাবিতে অনড় ছিলেন। পুলিশ জানায়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সেমিফাইনালে হাটগোবিন্দপুর

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

বর্ধমান বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ফুটবলের সেমিফাইনালে উঠল হাটগোবিন্দপুর ভূপেন্দ্রনাথ দত্ত, হুগলির শ্রীগোপাল বন্দ্যোপাধ্যায়, চাঁপাডাঙা রবীন্দ্র ও কবিকঙ্কন মুকুন্দরাম কলেজ। হাটগোবিন্দপুর ৪-০ গোলে আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়কে হারায়। শ্রীগোপাল বন্দ্যোপাধ্যায় ১-০ গোলে হুগলির তারকেশ্বর ডিগ্রি কলেজকে, রবীন্দ্র মহাবিদ্যালয় ২-১ গোলে হারায় বি এন মহাবিদ্যালয়কে এবং কবিকঙ্কন ২-০ গোলে হারায় দাশরথি হাজরা স্মৃতি মহাবিদ্যালয়কে। সেমিফাইনালে কবিকঙ্কন মুখোমুখি হবে হাটগোবিন্দপুরের। আর শ্রীগোপাল বন্দ্যোপাধ্যায় খেলবে রবীন্দ্র মহাবিদ্যালয়ের বিরুদ্ধ।

ফুটবলে বাছাই ৪৫

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যোগ দিতে বর্ধমানের ৪৫ জনকে বাছাই করা হয়েছে। তাঁদের নিয়ে ৮ অক্টোবর থেকে মোহনবাগান মাঠে আবাসিক ক্যাম্প শুরু হবে। ১৮ তারিখ চূড়ান্ত বাছাইয়ের পরে ১৮ জনের দল নিয়ে বর্ধমান যাবে মিজোরামে। সেখানে ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্ত:বিশ্ববিদ্যালয় পূর্বাঞ্চল প্রতিযোগিতা।

দুর্ঘটনা রোধে শিবির

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

পথ দুর্ঘটনা নিয়ে সচেতনতা শিবির হল রসুলপুর বাজার সমিতি ও জেলা পুলিশের উদ্যোগে। যোগ দেন স্থানীয় স্কুলছাত্র ও শিক্ষকেরা। মূকাভিনয়ের মাধ্যমে পথ দুর্ঘটনা কী করে ঘটে তার নানা দিক তুলে ধরা হয়। পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “জেলার সমস্ত থানা এলাকায় এই শিবির করার চেষ্টা হবে।”

আবাসিক শিবির

নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

পূর্বাঞ্চল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যোগ দিতে বর্ধমানের ৪৫ জনকে বাছাই করা হয়েছে। তাঁদের নিয়ে ৮ অক্টোবর থেকে মোহনবাগান মাঠে আবাসিক শিবির হবে। ১৮ তারিখ চূড়ান্ত বাছাইয়ের পরে ১৮ জনের দল নিয়ে বর্ধমান যাবে মিজোরামে। সেখানে ২০ অক্টোবর থেকে শুরু হবে প্রতিযোগিতা।

স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন তানসেন

নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর

কমলপুর ইয়ং স্পোর্টিং ক্লাব আয়োজিত বুড়ো সরকার স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল তানসেন এসি। কমলপুর মাঠে তারা ২-০ গোলে ভারতী ভলিবল ক্লাবকে হারায়। বিজয়ী দলের হয়ে গোল করেন সৌমেন সরকার ও বিবেক সিংহ। খেলার সেরা জয়ী দলের সৌমেন সরকার। প্রতিযোগিতার সেরা বিজিত দলের সুমন পতি। এ দিন উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সুপ্রভাত মণ্ডল, সমাজসেবী সুদেব রায়, ক্রীড়া সংস্থার ফুটবল সম্পাদক বিধান মজুমদার, রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলীপ দাঁ প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brief story bard tukro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE