Advertisement
১৬ এপ্রিল ২০২৪

ফের পুকুর খুঁড়ে দেওয়ার নির্দেশ

আবর্জনা ফেলে পুকুর ভরাট করে জমির চরিত্র বদলের চেষ্টা করছেন এক শ্রেণির জমি ব্যবসায়ী। এমনই অভিযোগ জানিয়ে অন্ডালের উখড়া গ্রামের আনন্দমোড় লাগোয়া সিঙ্গানি পুকুরকে ফের পুরনো অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে বাসিন্দাদের একাংশ ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন।

এই পুকুর নিয়ে নালিশ। নিজস্ব চিত্র

এই পুকুর নিয়ে নালিশ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
অন্ডাল শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০০:২৬
Share: Save:

আবর্জনা ফেলে পুকুর ভরাট করে জমির চরিত্র বদলের চেষ্টা করছেন এক শ্রেণির জমি ব্যবসায়ী। এমনই অভিযোগ জানিয়ে অন্ডালের উখড়া গ্রামের আনন্দমোড় লাগোয়া সিঙ্গানি পুকুরকে ফের পুরনো অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে বাসিন্দাদের একাংশ ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন।

বাসিন্দারা জানান, প্রায় এক একর জমির উপরে থাকা পুকুরটির বর্তমান মালিক স্থানীয় রায় পরিবার। পুকুরটি লাগোয়া বিশালক্ষ্মী পাড়ার বাসিন্দারা দীর্ঘ দিন ধরে ব্যবহার করেন। অভিযোগ, সম্প্রতি লাগোয়া বিভিন্ন এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করে পুকুরে ফেলা হচ্ছে। ইতিমধ্যেই পুকুরটির প্রায় অর্ধেক বুজে গিয়েছে।

এই পরিস্থিতিতে দৈনন্দিন কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। সম্প্রতি বিষয়টি নিয়ে গণস্বাক্ষর সম্বলিত একটি দাবিপত্র দেওয়া হয়েছে বিডিও-র কাছে। স্থানীয় বাসিন্দা কালিয়া বাউরির অভিযোগ, ‘‘ওই এলাকায় জমির দর বাড়ছে। সেই সুযোগকে কাজে লাগিয়েতে জমির মালিক ও জমি ব্যবসায়ীরা পুকুর বোজাচ্ছেন। এলাকায় পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে।’’

স্থানীয় পঞ্চায়েতের প্রধান দয়াময় সিংহের দাবি, ‘‘পুকুর পরিদর্শনে গিয়ে দেখি সামনেই একটি নোংরা ফেলার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। জমির মালিক রবি রায়কে পুকুরটি পুরনো অবস্থায় ফিরিয়ে আনতে বলেছি। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

বিডিও মানস পাণ্ডা জানান, দরকার পড়লে মাটি কাটার যন্ত্র নিয়ে গিয়ে পুকুর কাটা হবে। তা ছাড়া পঞ্চায়েত প্রধানকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দিতেও বলা হয়েছে বলে জানান মানসবাবু। জমির মালিক রবি রায়ের অবশ্য দাবি, ‘‘কে বা কারা নোংরা ফেলছে জানি না। তবে নির্দেশ মেনে আবর্জনা সরিয়ে ফেলব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pond Fillup Businessman
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE