Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কেশিয়ায় ধরপাকড়, বিক্ষোভে কংগ্রেসও

পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠার পর থেকেই তেতে ছিল কাটোয়ার কেশিয়া মাঠপাড়া। রবিবার সকালেও ওই এলাকায় তল্লাশি, ধরপাকড় চালায় পুলিশ।

বিক্ষোভের মিছিলে সামিল শ্যামাদেবী। —নিজস্ব চিত্র।

বিক্ষোভের মিছিলে সামিল শ্যামাদেবী। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৬ ০১:৫৩
Share: Save:

পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ ওঠার পর থেকেই তেতে ছিল কাটোয়ার কেশিয়া মাঠপাড়া। রবিবার সকালেও ওই এলাকায় তল্লাশি, ধরপাকড় চালায় পুলিশ। যদিও তল্লাশির নামে পুলিশ বেধড়ক মার, ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা। নির্দোষদের পুলিশ তুলে নিয়ে যাচ্ছে অভিযোগ তুলে কাটোয়া থানার সামনেও বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

কংগ্রেস পাশে দাঁড়ানোয় প্রশ্ন উঠছে, কাটোয়ার তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখের এলাকার লোকজন দলের বিদায়ী বিধায়কের সাহায্য না নিয়ে কংগ্রেস নেত্রীর শরণাপন্ন হলেন কেন। তাহলে কী তৃণমূলের অন্তর্দ্বন্দ্বই এর কারণ? তৃণমূল নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অবশ্য তা সরাসরি মানতে চাননি। তাঁর দাবি, ওই এলাকার গোলমালে কংগ্রেসের মদত রয়েছে বলে আগেই অভিযোগ করেছিলেন তিনি। এ দিনের বিক্ষোভ মিছিলে সেটাই প্রমাণিত হল। রবিবাবু বলেন, ‘‘আমরা আগেই অভিযোগ করেছিলাম, এ দিনের বিক্ষোভে সব স্পষ্ট হয়ে গেল।’’ আবার এ বারের বিধানসভা ভোটে কংগ্রেস প্রার্থী শ্যামা মজুমদারের দাবি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই পথে নেমেছেন তাঁরা।


কেশিয়ায় চলছে পুলিশের ধরপাকড়। ছবি: অসিত বন্দ্যোপাধ্যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল থেকেই মাঠপাড়া এলাকায় ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। সন্দেহভাজন হিসেবে ২৭ জনকে আটকও করা হয়। তাতেই গোলমাল বাধে। এলাকার নাজিরা বিবি, কুন্দন বিবিদের অভিযোগ, তল্লাশির নামে একাধিক বাড়ি ভাঙচুর করেছে পুলিশ। আসামী সন্দেহে তাঁদের ঘরের নির্দোষ ছেলেদের তুলে নিয়ে গিয়েছে। এমনকী , মহিলাদেরও মারধর করা হয়েছে। বিয়েবাড়ি থেকেও লোক তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁদের দাবি। এর প্রতিবাদেই বিকেল ৫টা নাগাদ প্রায় ২০০ জন জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। মিছিলের পুরোভাগে ছিলেন স্থানীয় কংগ্রেস নেতা দীপক মজুমদার, শ্যামাদেবী-সহ অন্যান্যেরা।

যদিও পুলিশের দাবি, ওই এলাকায় এক দুষ্কৃতী লুকিয়ে থাকার খবর পেয়েই তল্লাশি চালাতে যান তাঁরা। যাদের ধরা হয়েছে তাদের অনেকেই শনিবারের বোমা ছোড়ার সঙ্গে যুক্ত বলেও পুলিশের দাবি। যদিও বিক্ষোভের পরে কাটোয়ার এসডিপিও শচীন মক্কড় ও ওসি সঞ্জয় ঘোষ আশ্বাস দেন, তদন্তের পরে নির্দোষেরা সসম্মানে ছাড়া পেয়ে যাবেন।

কিন্তু পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের মঞ্চ খুঁজতে চেনা দল, চেনা নেতা ছেড়ে বিরোধীদের সাহায্য চাওয়া কেন? স্পষ্ট জবাব নেই বিক্ষোভকারীদের কাছেও। মাঠপাড়ার বাসিন্দা ওই মহিলাদের বেশিরভাগই খোলাখুলি দাবি করছেন, ‘‘আমরা তো রবিদাকেই ভোট দিয়েছিলাম। তাহলে কেন শান্তিতে থাকতে পারছি না?’’ রবিবাবু যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মানতে চাননি। আর ওই এলাকার কাউন্সিলর জঙ্গল শেখের দাবি, ‘‘আমি তৃণমূল করি। এলাকার জনপ্রতিনিধি। কে বা কারা বিক্ষোভ মিছিলে গিয়েছে আমার জানা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE