Advertisement
২০ এপ্রিল ২০২৪

পুরভোটের মুখে তৃণমূলে বিশ্বনাথের স্ত্রী

বিশ্বনাথবাবুর ঘনিষ্ঠদের অনেকের দাবি, এখনই দল পাল্টালে বা তৃণমূলের টিকিটে প্রার্থী হলে দলবিরোধী আইনে পড়তে হতে পারে তাঁকে। তা এড়াতে তিনি আপাতত ‘ধীরে চলো’ নীতি নিয়েছেন।

যোগদান: দলে আসা কর্মীদের সঙ্গে অরূপ বিশ্বাস। নিজস্ব চিত্র

যোগদান: দলে আসা কর্মীদের সঙ্গে অরূপ বিশ্বাস। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ০০:৫০
Share: Save:

কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের স্ত্রী যোগ দিলেন তৃণমূলে। রবিবার দুর্গাপুরে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের সভায় হাজির হয়ে তৃণমূলে যোগ দেন রুমা পাড়িয়াল। এ দিন শাসকদলে যোগ দিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালানের ভাইঝি, দুর্গাপুরের বাসিন্দা ধৃতি বন্দ্যোপাধ্যায়ও।

বিধায়ক বিশ্বনাথবাবুর ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও এ দিন আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিয়েছেন। তবে বিশ্বনাথবাবু দলবদল করবেন কি না, সে প্রশ্নে মন্ত্রী অরূপবাবু বলেন, ‘‘রুমা সিদ্ধান্ত নিয়েছেন, দলে এসেছেন। বিশ্বনাথ কংগ্রেসে আছেন। যদি কোনও দিন সিদ্ধান্ত নেন, তখন জানতে পারব।’’

ইতিমধ্যে বিরোধীদের ঘর ভেঙে তিন বাম কাউন্সিলর ও এক প্রবীণ বিজেপি নেতাকে দলে নিয়েছে তৃণমূল। গত বিধানসভা ভোটে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে জেতেন বিশ্বনাথবাবু। এ দিন তাঁর স্ত্রী ও ঘনিষ্ঠ সহকর্মীকে দলে ফেরাল তৃণমূল। শাসকদলের একটি সূত্রের দাবি, বিশ্বনাথবাবু তাঁর অনুগামীদের পুরভোটে প্রার্থী করার জন্য ইতিমধ্যে তৃণমূল নেতৃত্বের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন।

বিশ্বনাথবাবুর ঘনিষ্ঠদের অনেকের দাবি, এখনই দল পাল্টালে বা তৃণমূলের টিকিটে প্রার্থী হলে দলবিরোধী আইনে পড়তে হতে পারে তাঁকে। তা এড়াতে তিনি আপাতত ‘ধীরে চলো’ নীতি নিয়েছেন। এ দিন অবশ্য বিধায়কের সঙ্গে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। অরূপবাবু বলেন, ‘‘এক জন মানুষ কোন দল করবেন তা নিজে ঠিক করেন।’’

প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রুমাদেবী বলেন, ‘‘আমার নিজস্ব নীতি আছে, স্বামীর নিজের নীতি আছে। আমার মনে হয়েছে, মানুষের পাশে দাঁড়াতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দরকার। তাই আমি এগিয়ে এসেছি। তাঁর হয়তো অন্য কিছু চিন্তাভাবনা রয়েছে।’’ পুরভোটে প্রার্থিপদের আশ্বাস মিলেছে কি না, সে প্রশ্নে তাঁর বক্তব্য, ‘‘সেটা আমি জানি না। অরূপদা আমাকে আশ্বস্ত করেছেন, মানুষের জন্য কাজ করতে যা সাহায্য প্রয়োজন, উনি তা করবেন।’’

বামেরা বেশির ভাগ আসনে প্রার্থী ঘোষণা করেছে শনিবার। তৃণমূল এখনও তা করেনি। তবে প্রাথমিক প্রার্থিতালিকায় গত বারের বেশ কিছু ‘দাগি’ কাউন্সিলরের নাম রয়েছে, এই অভিযোগে তৃণমূলের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অরূপবাবু অবশ্য বলেন, ‘‘কে প্রার্থী হবেন তা দল ঠিক করে। দুর্গাপুরে বসে আমরা ঠিক করলাম, কে প্রার্থী হবে— তা হয় না। দলে বেশ কিছু কমিটি আছে। সেখানে তালিকা পাশ হবে। তার পরে বোঝা যাবে কে থাকছেন, কে থাকছেন না।’’

পুরভোটের প্রচারে উন্নয়নই প্রাধান্য পাবে জানিয়ে অরূপবাবু বলেন, ‘‘গত পাঁচ বছরে দুর্গাপুরে অনেক উন্নয়ন হয়েছে। কিছু খামতি থাকতে পারে। ফের ক্ষমতায় এলে দুর্গাপুরকে ‘মডেল’ করে তুলতে চাই আমরা।’’ এ দিন মিছিল ও সভায় ভিড় দেখে মন্ত্রী দাবি করেন, বিরোধীরা একজোট হয়ে রাজ্যে হানাহানির পরিবেশ তৈরি করছে। দুর্গাপুরে এই স্বতঃস্ফূর্ত মিছিল থেকে প্রমাণ হচ্ছে, মানুষ রাজ্যে বিভেদের রাজনীতি মানবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE