Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নেতাজি স্মরণে

প্রভাতফেরি থেকে আলোচনা, স্বাস্থ্যশিবিরে নেতাজ সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হল জেলা জুড়ে।

বর্ধমান শহরের কাছাড়ি রোডে চলছে অনুষ্ঠান। নিজস্ব চিত্র।

বর্ধমান শহরের কাছাড়ি রোডে চলছে অনুষ্ঠান। নিজস্ব চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৭ ০০:২৫
Share: Save:

প্রভাতফেরি থেকে আলোচনা, স্বাস্থ্যশিবিরে নেতাজ সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালিত হল জেলা জুড়ে। সোমবার সকালে জেলা তথ্য সংস্কৃতি দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে কাছাড়ি রোডে নেতাজি মূর্তিতে মালা দেন জেলাশাসক সৌমিত্র মোহন, জেলা সভাধিপতি দেবু টুডু-সহ প্রশাসনের আধিকারিকেরা। খুদেরাও নানা মনীষীর বেশে সেজে অনুষ্ঠানে মাতে। জেলা কংগ্রেস ভবনে নেতাজির মূর্তিতে মালা দেন কংগ্রেস নেতা আভাস ভট্টাচার্য, কাশীনাথ গাঙ্গুলি প্রমুখ। কাউন্সিলর খোকন দাস, সুশান্ত প্রামাণিকেরাও আলাদা আলাদ ভাবে নানা অনুষ্ঠান করেন।

আউশগ্রামের অমরারগড়ে যুব কল্যাণ দফতরের উদ্যোগে নেতাজির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বিধায়ক অভেদানন্দ থান্দার। জানা গিয়েছে, মূর্তিটি তৈরিতে খরচ হয়েছে প্রায় তিরিশ হাজার টাকা। বর্ধমান সদর ২ যুব কল্যাণ দফতরের উদ্যোগে, পালা শ্রীরামপুর হাইস্কুলের মাঠে সুভাষ উৎসব হয় এ দিন। স্কুলের ছাত্র ছাত্রীদের শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিধায়ক একাদশ ও পঞ্চায়েত সমিতি একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচও হয়। অনুষ্ঠানে ছিলেন বিধায়ক নিশীথ কুমার মালিক, বিশিষ্ট সমাজসেবী সৌভিক পান, লবকুমার দাস প্রমুখেরা।

কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে বিভিন্ন দল প্রভাতফেরি করে। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের পর তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনায় যোগ দেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রেখা সরকার, ধূলামন্দির পত্রিকার সম্পাদক দীপ্তিকুমার বন্দোপাধ্যায়। পুরসভার পক্ষ থেকে বাসস্ট্যান্ডের নেতাজি মূর্তিতে মাল্যদান করেন পুরপ্রধান অমর রাম। কেতুগ্রামে সিপিএমের দলীয় কার্যালয়ে ছাত্র যুবদের উদ্যোগেও আলোচনাসভা হয়। কাটোয়ার কামাল গ্রামে নেতাজি স্পোর্টিং ক্লাব ও পাঠাগারকেএকটি ক্লাবকে গ্রামবাসীদের সুবিধায় অ্যাম্বুল্যান্স দান করেন স্থানীয় বারীন্দ্রনাথ বন্দোপাধ্যায় ও বীরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। ৫০ হাজার টাকা দেন পরেশনাথ বন্দোপাধ্যায়। ক্লাবের সম্পাদক সৌমেন্দু বন্দোপাধ্যায় জানান, ১৮ কিলোমিটার দূরে হাসপাতাল। অ্যাম্বুল্যান্স পেয়ে সমস্যা মিটবে।

পারুলিয়ার একটি ক্লাবেও স্বাস্থ্যশিবির হয়। সম্পাদক তপন সাহা জানান, দেড়শো জনকে বিনামূল্য ওষুধ দেওয়া হয়েছে। মন্ত্রী স্বপন দেবনাথও এসেছিলেন অনুষ্ঠানে। গলসির বিরুহা শরৎচন্দ্র বিদ্যালয়েও নেতাজির জন্মদিনে নানা অনুষ্ঠান হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Netaji Birth Anniversary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE