Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কাশীরামের ভিটেয় কুঠুরির হদিস

ভিটেতে আগাছা পরিষ্কারের কাজ চলছিল। অল্পবিস্তর মাটি কাটাও হয়েছিল। সে কাজ করতে গিয়েই দেখা মিলল ছোট কুঠুরির। মঙ্গলবার কাটোয়ার সিঙ্গি গ্রামে মহাভারতের অনুবাদক কাশীরাম দাসের ভিটের উত্তরদিকে চার ফুট গভীর ও পাঁচ ফুট চওড়া ওই কুঠুরির সন্ধান মেলে।

খোঁড়াখুঁড়ি: কাটোয়ার সিঙ্গির ভিটেতে চলছে খনন। নিজস্ব চিত্র

খোঁড়াখুঁড়ি: কাটোয়ার সিঙ্গির ভিটেতে চলছে খনন। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৭ ০০:৩৪
Share: Save:

ভিটেতে আগাছা পরিষ্কারের কাজ চলছিল। অল্পবিস্তর মাটি কাটাও হয়েছিল। সে কাজ করতে গিয়েই দেখা মিলল ছোট কুঠুরির। মঙ্গলবার কাটোয়ার সিঙ্গি গ্রামে মহাভারতের অনুবাদক কাশীরাম দাসের ভিটের উত্তরদিকে চার ফুট গভীর ও পাঁচ ফুট চওড়া ওই কুঠুরির সন্ধান মেলে।

স্থানীয় ক্ষুদিরাম দত্ত, সুমন কুণ্ডুরা জানান, পর্যটক ও ইতিহাস গবেষকরা প্রায়ই কাশীরাম দাসের ভিটে পরিদর্শনে আসেন। এমন জায়গায় বন-জঙ্গল বাড়তে থাকায় পর্যটকদের অনুযোগ বাড়ছিল। এই অবস্থায় ‘কাশীরাম দাস স্মৃতি রক্ষা সমিতি’র তরফে ওই আগাছা পরিষ্কার করার সিদ্ধান্ত হয়। সেই মতো কাজ করতে গিয়েই কুঠুরির সন্ধান মেলে। মাস পাঁচেক আগে কাশীরামের স্মৃতিফলক বসানোর জন্য ওই ভিটেতেই খোঁড়াখুঁড়ি করতে গিয়ে চুন, সুরকির দেওয়াল ও মেঝে জাতীয় স্থাপত্যের অংশবিশেষ দেখতে পাওয়া যায়।

আরও পড়ুন: পাখিদের জন্য কলেজেই বাসা তৈরি ছাত্রীদের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kashiram Das Cell House
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE