Advertisement
১৭ এপ্রিল ২০২৪

সিআইডি অফিসার পরিচয়ে প্রতারণা

মঙ্গলবার সকালে মনোজকে ধরে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে দশ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর পরে মঙ্গলবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় টোটোনকে।

নিজস্ব সংবাদদাতা
কাটোয়া শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ১০:২০
Share: Save:

সিআইডি-র অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোট দু’জনকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। ধৃত মনোজ চৌধুরী কাটোয়ার নন্দলাল বসু রোড এবং টোটোন প্রামাণিক বীরভূমের মুরারাইয়ের রুদ্রনগরের বাসিন্দা।

সোমবার কাটোয়ার পানুহাটের বাসিন্দা সৌমেন তালুকদার অভিযোগ করেন, মনোজ সিআইডি-তে চাকরি দেওয়ার নাম করে তাঁর কাছে ২২ হাজার টাকা নিয়েছেন মাস দুয়েক আগে। কিন্তু এখনও চাকরি না হওয়ায় তাঁর সন্দেহ হয়। পুলিশ জানায়, তদন্তে নেমে জানা গিয়েছে, সৌমেনবাবু ছাড়াও জনা ছয়েকের সঙ্গে এই প্রতারণা করেছেন বছর পঁয়ত্রিশের মনোজ। তার মধ্যে নদিয়ার কালীগঞ্জের এক জনের কাছে প্রায় আড়াই লক্ষ ও কাটোয়ার এক জনের কাছে এক লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। আরও অভিযোগ, মনোজ তাঁদের আশ্বাস দিয়েছিলেন, কাটোয়ায় সিআইডি-র অফিস চালুর প্রক্রিয়া চলছে। সেখানেই তাঁদের নিয়োগ করা হবে।

মঙ্গলবার সকালে মনোজকে ধরে পুলিশ। তাঁকে আদালতে তোলা হলে দশ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এর পরে মঙ্গলবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় টোটোনকে। পুলিশের দাবি, মনোজের কাছে থেকে একটি পরিচয়পত্র মেলে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মনোজ সৌমেনবাবুকে টোটোন এবং আরও দু’জনের সঙ্গে আলাপ করিয়ে দেন। পুলিশের দাবি, টোটোন-সহ ওই তিন জনেরও নাম রয়েছে প্রতারণার অভিযোগে। বুধবার টোটনকে আদালতে তোলা হলে পাঁচ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fraud Police Arrest কাটোয়া Katwa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE