Advertisement
২০ এপ্রিল ২০২৪

নজরুল স্মরণে মেলা

উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার মেয়র পারিষদ পূর্ণশশী রায় ও বর্ধমান জেলা পরিষদের সহসভাপতি প্রিয়া সূত্রধর। উদ্যোক্তারা জানিয়েছেন, মেলা চলবে এক সপ্তাহ ধরে। রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

নজরুল জন্মজয়ন্তী পালন করছে খুদেরা। শুক্রবার। নিজস্ব চিত্র

নজরুল জন্মজয়ন্তী পালন করছে খুদেরা। শুক্রবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
চুরুলিয়া ও আসানসোল শেষ আপডেট: ২৭ মে ২০১৭ ০৩:১৩
Share: Save:

ফি বছরের মতো এ বারেও চুরুলিয়ায় শুরু হল নজরুল মেলা। মেলা উপলক্ষে শুক্রবার প্রভাতফেরি বের হয় গ্রামে। তাতে পা মেলান এলাকার বহু মানুষ।

নজরুল স্মরণে তথ্য ও সংস্কৃতি দফতরের একটি স্টলের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক(সাধারণ) প্রলয় রায়চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শঙ্খ সাঁতরা। উপস্থিত ছিলেন আসানসোল পুরসভার মেয়র পারিষদ পূর্ণশশী রায় ও বর্ধমান জেলা পরিষদের সহসভাপতি প্রিয়া সূত্রধর। উদ্যোক্তারা জানিয়েছেন, মেলা চলবে এক সপ্তাহ ধরে। রয়েছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়াও রানিগঞ্জের শিশু বাগানমোড়ে নজরুল মূর্তিতে মাল্যদান করেন মেয়র পারিষদ (স্বাস্থ্য) দিব্যেন্দু ভগত। জামুড়িয়ার মণ্ডলপুর সাংস্কৃতিক পরিষদ সাধারণ পাঠাগার রাসবিহারী বসু ও নজরুলের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বৃহস্পতিবার সন্ধ্যায় একই কারণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে রানিগঞ্জ পাবলিক লাইব্রেরি। উপস্থিত ছিলেন রানিগঞ্জ কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল আচার্য। সংগঠনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বারাবনির ‘নাট্যসেনা’। উৎসব চলবে ২৮ মে পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kazi Nazrul Islam Fair
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE