Advertisement
২৫ এপ্রিল ২০২৪

স্মার্ট সিটি নিয়ে মিছিলে সরব বাম

স্মার্ট সিটির প্রাথমিক তালিকায় দুর্গাপুর শহরের নাম উঠেছিল বাম আমলে গড়ে তোলা পরিকাঠামো ভিত্তিতে। কিন্তু স্মার্ট সিটি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ার ব্যাপারে একেবারেই উদ্যোগী হয়নি তৃণমূল পরিচালিত পুরবোর্ড— অভিযোগ তুলল বামেরা।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ০০:০৯
Share: Save:

স্মার্ট সিটির প্রাথমিক তালিকায় দুর্গাপুর শহরের নাম উঠেছিল বাম আমলে গড়ে তোলা পরিকাঠামো ভিত্তিতে। কিন্তু স্মার্ট সিটি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ার ব্যাপারে একেবারেই উদ্যোগী হয়নি তৃণমূল পরিচালিত পুরবোর্ড— অভিযোগ তুলল বামেরা। পুরসভা অভিযানের ডাক দিয়ে সোমবার ১৩টি বাম সংগঠনের যৌথমঞ্চের মিছিল থেকে এমন অভিযোগ করা হল। পুরসভার ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় যদিও পাল্টা দাবি করেন, স্মার্ট সিটি আসলে কেন্দ্রীয় সরকারের ‘চমক’। রাজ্য সরকার তাই সেখান থেকে ইতিমধ্যে সরে আসার কথা ঘোষণা করেছে।

স্মার্ট সিটির প্রাথমিক একশো শহরের তালিকায় নাম ছিল দুর্গাপুরের। তবে সেই প্রকল্পের টাকা অনুমোদনের আগে সংশ্লিষ্ট পুর-প্রশাসনকে শহরে কিছু নির্দিষ্ট পরিকাঠামো গড়ে তুলতে হবে। তা করতে না পারায় দুর্গাপুর বরাদ্দ পায়নি। এর পিছনে বরাবরই তৃণমূল পরিচালিত পুরসভার উদ্যোগের অভাবের অভিযোগ তুলে আসছে বামেরা।

বেহাল পুর পরিষেবা ও রুগণ্‌ শিল্প পরিস্থিতির অভিযোগে রবিবার জেমুয়ার পরানগঞ্জ থেকে সাত দিনের ওই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বামেরা। এ দিন সকালে মিছিল এবিএল কলোনি, খয়রাশোল শিল্পতালুক, এইচএফসিএল গেট, মুচিপাড়া হয়ে আইটিআইয়ের কাছে গিয়ে শেষ হয়। সিপিএমের দাবি, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রায় তিন কুইন্টাল চাল ও ৫০ কুইন্টাল ডাল সংগ্রহ করা হয়েছিল। এইচএফসিএল বস্তির মহিলারা তা দিয়ে রান্না করে মিছিলে যোগ দেওয়া কর্মী-সমর্থকদের খাবারের ব্যবস্থা করে দেন। দুপুরের পরে মিছিল হাডকো মোড়, পাম্প হাউস মোড়, সেক্টর ২সি-সহ বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durgapur Required Infrastructure Smart City
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE