Advertisement
১৮ এপ্রিল ২০২৪
হুমকির নালিশ ডিএসপি-র ঠিকাদারের

ফের জুলুমে অভিযুক্ত শাসকদলের কর্মীরা

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন দুর্গাপুরে আইএনটিটিইউসি-র কোনও কমিটি কোথাও নেই। সব ভেঙে দেওয়া হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
দুর্গাপুর শেষ আপডেট: ২২ জুন ২০১৭ ০১:০৭
Share: Save:

কারখানায় ঢুকে তাণ্ডব, আধিকারিকদের আটকে রাখা থেকে কার্যালয়ে ডেকে মারধর— শিল্পশহরে শাসকদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই ধরনের নানা অভিযোগ উঠেছে বারবারই। ফের তেমনই অভিযোগ উঠল আইএনটিটিইউসি-র বিরুদ্ধে। এ বার দুই আইএনটিটিইউসি কর্মীর হুমকির জেরে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এক ঠিকাদার কাজ শুরু করতে পারছেন না বলে অভিযোগ। বিষয়টি তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিক, জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

সম্প্রতি দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করেন গোপালমাঠের বাসিন্দা ওই ঠিকাদার বাবুরাম দাস। তাঁর অভিযোগ, ডিএসপি-র হুইল অ্যান্ড অ্যাক্সেল প্ল্যান্টে কাজের বরাত পাওয়ার পরে ১২ জুন তিনি প্রয়োজনীয় কাগজপত্র আনতে গিয়েছিলেন। তখনই আইএনটিটিইউসি নেতা হিসেবে পরিচয় দিয়ে আমরাইয়ের বাসিন্দা অমিয় মুখোপাধ্যায় তাঁকে হুমকি দেন। দাবি করেন, তাঁদের লোক না নিয়ে কাজ করতে হবে। তা না হলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে লিখিত অভিযোগ করেছেন বাবুরামবাবু। আমরাইয়ের আর এক আইএনটিটিইউসি কর্মী শেখ আজিমুদ্দিনও একই হুমকি দেন বলে তাঁর অভিযোগ।

এখানেই শেষ নয়। বাবুরামবাবু দাবি করেন, ১৬ জুন তিনি পুলিশের কাছে ওই অভিযোগ দায়ের করার পরে গোপালমাঠে তৃণমূলের অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়। সেখানে গেলে একই ভাবে লোক নিয়োগের জন্য চাপ দেওয়া হয়। তিনি মানতে না চাওয়ায় নিগ্রহ করা হয় বলেও তাঁর অভিযোগ। বিষয়টি পুলিশকে জানিয়েছেন বলে জানান তিনি। বাবুরামবাবুর দাবি, হুমকির ভয়ে তিনি এখনও কাজ শুরু করতে পারেননি। তাঁর কথায়, ‘‘আমার ছোট সংস্থা। ওয়ার্ক অর্ডারে কাজের সময়সীমা দেওয়া থাকে। তার মধ্যে কাজ সম্পন্ন করতে হয়। এ ভাবে লোক নিয়োগ নিয়ে জুলুম করলে কাজ করা সম্ভব নয়।’’

তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন দুর্গাপুরে আইএনটিটিইউসি-র কোনও কমিটি কোথাও নেই। সব ভেঙে দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের মন্ত্রী তথা জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস গাঁধী মোড়ে জনসভায় জানিয়ে গিয়েছেন, আইএনটিটিইউসি-র নতুন কমিটি দ্রুত গঠন করা হবে। তৃণমূলের দুর্গাপুর জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘আইএনটিটিইউসি-র নাম করে কেউ হুমকি দিলে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে ব্যবস্থা নেবে।’’

অভিযুক্ত অমিয়বাবুর বক্তব্য, ‘‘আমার কিছু বলার নেই।’’ আজিমুদ্দিনের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে শহরের আইএনটিটিইউসি নেতা প্রভাত চট্টোপাধ্যায়ের দাবি, এমন কোনও ঘটনাই ঘটেনি। কারও উস্কানিতে ওই ঠিকাদার এমন অভিযোগ করছেন বলেও দাবি করেন তিনি। পুলিশ জানায়, ঘটনার তদন্ত হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE