Advertisement
২৪ এপ্রিল ২০২৪

এই বুঝি ভাঙ ভয় এসআই অফিসে

দেওয়ালে চওড়া ফাটল। যে কোনও সময় লম্বা লম্বা সিমেন্টের চাঁই খসে পড়ে ঘটতে পারে বড় বিপদ। মন্তেশ্বর ২ নম্বর চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শকের অফিসের হাল এমনই। শিক্ষকেরা জানাচ্ছেন, এই ভবনে ঢুকতে হয় ভয়ে ভয়ে।

চওড়া ফাটল। নিজস্ব চিত্র

চওড়া ফাটল। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
মন্তেশ্বর শেষ আপডেট: ৩০ মার্চ ২০১৭ ০১:৫৫
Share: Save:

দেওয়ালে চওড়া ফাটল। যে কোনও সময় লম্বা লম্বা সিমেন্টের চাঁই খসে পড়ে ঘটতে পারে বড় বিপদ। মন্তেশ্বর ২ নম্বর চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শকের অফিসের হাল এমনই। শিক্ষকেরা জানাচ্ছেন, এই ভবনে ঢুকতে হয় ভয়ে ভয়ে।

এই চক্রের আওতায় রয়েছে ৫৫টি প্রাথমিক স্কুল এবং আটটি উচ্চবিদ্যালয়। ভবনে রয়েছে তিনটি ঘর। ২০০৩ সালে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা খরচ করে ভবনটি নির্মাণ করা হয়। প্রায় কাঠা তিনেক জমির উপরে এই ভবনটি নির্মাণের কয়েক বছর পর থেকেই মাটির নীচে বসে যেতে থাকে। দেওয়ালে ধরে ফাটল। নির্মাণের গাফিলতিতেই এমনটা হয়েছে বলে অনুমান অনেকের। এ দিকে, দিনে দিনে ফাটল চওড়া হচ্ছে। এই ভবনে অবর বিদ্যালয় পরিদর্শক ছাড়াও কাজ করেন বেশ কিছু কর্মী। প্রতিদিন নানা প্রয়োজনে ভবনে আসেন এলাকার শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাবন্ধুরা।

সকলেরই অভিযোগ, ভবনটিতে ঢুকতে হয় প্রাণ হাতে করে। দীর্ঘ দিন একই সমস্যা থাকলেও কোনও পদক্ষেপ না নেওয়ায় বাড়ছে ক্ষোভও। অবর বিদ্যালয় পরিদর্শক অমলকান্তি পাল জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Crack SI Office
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE