Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বাম এজেন্টের বাড়িতে ইট, পাড়ার অশান্তি বলছে তৃণমূল

ভোট পরবর্তী গোলমালের ঘটনা অব্যাহত থাকল বুধবারেও। দুই সিপিএম এজেন্টকে মারধর ও তাঁদের বাড়িতে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বুধবার রাতে বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডের দিঘিরপুল-নতুনগঞ্জ এলাকার ঘটনা।

নিজস্ব সংবাদদাতা
বর্ধমান শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০১:৫১
Share: Save:

ভোট পরবর্তী গোলমালের ঘটনা অব্যাহত থাকল বুধবারেও। দুই সিপিএম এজেন্টকে মারধর ও তাঁদের বাড়িতে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। বুধবার রাতে বর্ধমান শহরের ২১ নম্বর ওয়ার্ডের দিঘিরপুল-নতুনগঞ্জ এলাকার ঘটনা। সিপিএম সূত্রে জানা গিয়েছে, এ বারের ভোটে রক্তিম পাল ও তাঁর আত্মীয়া দলের এজেন্টের দায়িত্ব সামলান। রক্তিমবাবুর অভিযোগ, ওই রাতে শাসক দলের কয়েকজন কর্মী বাড়িতে চড়াও হয়। তারা বাড়িতে ঢোকারও চেষ্টা করে। ঢুকতে না পেরে ইট-পাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ। রক্তিমবাবুদের লক্ষ করে কটূক্তিও করা হয় এবং তাঁর এক আত্মীয়াকে শ্লীলতাহানির হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই রক্তিমবাবু ৬ জন তৃণমূল কর্মীর নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। ইটের আঘাতে ওই দুই এজেন্টই অল্পবিস্তর জখম হয়েছেন বলে সিপিএমের দাবি। রক্তিমবাবুর অভিযোগ, ‘‘আমরা দু’জনেই ভোটের দিন স্থানীয় প্রাথমিক স্কুলে সিপিএমের এজেন্ট ছিলাম। সেই আক্রোশেই হামলা করা হয়েছে। বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছি।’’ সিপিএমের বর্ধমান শহর জোনাল কমিটির সদস্য শৌভিক চট্টোরাজের অভিযোগ, ‘‘তৃণমূলের লোকজন দলের এজেন্টদের উপর চড়াও হয়।’’ তৃণমূলের স্থানীয় কাউন্সিলর শৈলেন্দ্রনাথ ঘোষের যদিও দাবি, ‘‘পাড়াগত অশান্তির ঘটনা। দলের যোগ নেই।’’ পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE