Advertisement
২০ এপ্রিল ২০২৪

নির্দলকে সমর্থন, বাড়ির সামনে খুঁটি পুঁতল দুষ্কৃতীরা

পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীর হয়ে কাজ করায় এক তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। বাড়ির সামনে খুঁটিও পুঁতে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রবিবার হরিপালের আশুতোষ পঞ্চায়েতের গোপিনগরের ঘটনা। খবর পেয়ে পুলিশ যায়।

মাঝরাস্তায় খুঁটি। নিজস্ব চিত্র

মাঝরাস্তায় খুঁটি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হরিপাল শেষ আপডেট: ২১ মে ২০১৮ ০২:২১
Share: Save:

পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থীর হয়ে কাজ করায় এক তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল দলেরই একাংশের বিরুদ্ধে। বাড়ির সামনে খুঁটিও পুঁতে দেওয়া হয়েছে বলে অভিযোগ। রবিবার হরিপালের আশুতোষ পঞ্চায়েতের গোপিনগরের ঘটনা। খবর পেয়ে পুলিশ যায়।

তৃণমূল ও স্থানীয় সূত্রের খবর, রবিবার সকাল ১০টা নাগাদ তৃণমূলের এক দল লোক গোপিনগর কালীতলায় রাজেন সিংহরায় নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয়। রাজেনবাবু তৃণমূল করেন। এ বারের ভোটে নির্দল প্রার্থীর হয়ে কাজ করেছিলেন। অভিযোগ, হামলাকারীরা তাঁর বাড়ির সামনে একটি খুঁটি পুঁতে দেয়। নির্দল প্রার্থীকে সমর্থন করায় গালিগালাজ করা হয়। এর পরে সিংহরায় পরিবারের পুকুরপাড়ে গিয়ে খান পনেরো গাছ কেটে ফেলা হয় বলে অভিযোগ।

দলীয় সূত্রে খবর, হরিপালের বিভিন্ন জায়গায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। আশুতোষ পঞ্চায়েতের ১ নম্বর সংসদে দলের টিকিট না পেয়ে সংরক্ষিত এই আসনে নির্দল হয়ে লড়াই করেন পার্বতী ধাড়া। তিনি তৃণমূল প্রার্থী শঙ্করী মাঝির কাছে হেরে যান। অভিযোগ, বৃহস্পতিবার ফল ভোটের প্রকাশের পর থেকেই নির্দল প্রার্থীর হয়ে যাঁরা ভোটে প্রচার করেছেন, তাঁদের চোখ রাঙাতে শুরু করেন বিজয়ী শিবিরের লোকজন। ওই দিনই দু’জনকে মারধর করা হয় বলেও অভিযোগ।

রাজেনবাবু বলেন, ‘‘ওরা হুমকি দিচ্ছিল। ভয়ে ঘর থেকে বেরোইনি।’’ রাজেনবাবু জানান, এক আত্মীয়ার সঙ্গে তাঁর সম্পত্তিগত বিবাদ রয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েই ওই আত্মীয়াকে সঙ্গে এনে হামলা চালানো হয়। হরিপাল থানায় ফোন করে বিষয়টি জানান রাজেনবাবু।

পুলিশ অবশ্য জানিয়েছে, সম্পত্তিগত বিবাদের জেরে ওই ঘটনা। জমি-জায়গা মেপে তাঁদেরই বিষয়টি মিটমাট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা (গ্রামীণ) পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘ওই ঘটনার মধ্যে কোনও রাজনীতি নেই। পুকুরের পাড়ে ঝোপ পরিষ্কার করা হয়েছে। গাছ কাটা হয়নি।’’ হরিপালের বিধায়ক বেচারাম মান্নাও বলেন, ‘‘উনি বোনের সম্পত্তি দিচ্ছেন‌ না। সেই কারণেই গ্রামের লোকজন তাঁর অধিকার বুঝিয়ে দিতে গিয়েছিল। এর মধ্যে রাজনীতি কোথা থেকে আসছে?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE