Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ছ’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধেই কাজ শেষের প্রস্তাব

আলোচনায় উলুবেড়িয়া উড়ালপুল জট কাটল

দক্ষিণ-পূর্ব রেলের উলুবেড়িয়া লেভেল ক্রসিং-এ রেল উড়ালপুলের কাজ কবে শেষ হবে, এ নিয়ে সংশয়ে ছিলেন স্থানীয় বাসিন্দারা। কারণ, ওই উড়ালপুলের দু’দিকের কাজ শেষ হয়ে গেলেও রেলের অংশে কাজ বাকি রয়েছে।

অগ্রগতি: উলুবেড়িয়া উড়ালপুলের একাংশের কাজ শেষ। ছবি: সুব্রত জানা

অগ্রগতি: উলুবেড়িয়া উড়ালপুলের একাংশের কাজ শেষ। ছবি: সুব্রত জানা

নুরুল আবসার
উলুবেড়িয়া শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ০১:৪৫
Share: Save:

প্রায় তিন মাসের জট অবশেষে কাটল।

দক্ষিণ-পূর্ব রেলের উলুবেড়িয়া লেভেল ক্রসিং-এ রেল উড়ালপুলের কাজ কবে শেষ হবে, এ নিয়ে সংশয়ে ছিলেন স্থানীয় বাসিন্দারা। কারণ, ওই উড়ালপুলের দু’দিকের কাজ শেষ হয়ে গেলেও রেলের অংশে কাজ বাকি রয়েছে। ওই অংশে উড়ালপুলের দু’টি মুখ জুড়তে গেলে ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে। কিন্তু কতক্ষণ ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে তা নিয়ে রাজ্য পূর্ত (সড়ক) দফতর এবং দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছিল। শেষ পর্যন্ত তা মিটেছে বলে রেল ও রাজ্য সরকারের তরফ থেকে জানা গিয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয়কুমার ঘোষ বলেন, ‘‘রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ছ’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হলেই উড়ালপুলের দু’টি দিক তারা জুড়ে নিতে পারবে। ছ’ঘণ্টা কী ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। রেলের তরফ থেকে সেই নির্ঘণ্ট ঠিক করে রাজ্য সরকারকে জানিয়ে দেওয়া হবে।’’ অন্যদিকে রাজ্য পূর্ত (সড়ক) দফতরের এক পদস্থ আধিকারিক জানান, রেলের তরফ থেকে সবুজ সঙ্কেত মিললেই কাজ শুরু হবে।

২০১৫ সালের গোড়ায় উলুবেড়িয়ায় ওই উড়ালপুল তৈরির কাজ শুরু হয়। প্রকল্পটি হলে উলুবেড়িয়ায় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হবে। লেভেল ক্রসিংয়ে যানজট হওয়ায় ট্রেন চলাচলেও দেরি হয়। উড়ালপুলটি হলে সেই সমস্যাও দূর হবে। রেলের অংশের টাকা দিচ্ছেন রেল কর্তৃপক্ষ। তার বাইরের অংশের জন্য টাকা দিচ্ছে রাজ্য পূর্ত (সড়ক) দফতর। সেতুটি তৈরি করছে ওই দফতরই। প্রায় ১১০০ মিটার লম্বা উড়ালপুলের বেশিরভাগ অংশের কাজই হয়ে গিয়েছে। বাকি আছে রেলের অংশটুকু জোড়ার কাজ, যা নিয়ে রেলের সঙ্গে রাজ্য পূর্ত (সড়ক) দফতরের মতবিরোধ হয় তিন মাস আগে।

পূর্ত (সড়ক) দফতর থেকে রেলের কাছে ট্রেন চলাচল বন্ধ রাখার জন্য সেই সময়ে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে জানানো হয়েছিল প্রতিদিন চার ঘণ্টা করে তিন দিন ট্রেন টলাচল বন্ধ রাখতে হবে। রেল পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দেয়। তাদের পক্ষ থেকে রাজ্য পূর্ত (সড়ক) দফতরকে জানানো হয়, এক লপ্তে চার ঘণ্টার বেশি ট্রেন চলাচল বন্ধ রাখা সম্ভব নয়। তা-ও মাত্র একদিন এটা করা সম্ভব। রাজ্য পূর্ত (সড়ক) দফতরকে সংশোধিত প্রস্তাব দিতে বলা হয়। এই টানাপড়েনে চলে যায় প্রায় দু’মাস। সম্প্রতি রাজ্য পূর্ত (সড়ক) দফতর চিঠি দিয়ে রেলকে জানিয়েছে, চার ঘণ্টা করে তিন দিন ট্রেন চলাচল বন্ধ রাখার কোনও দরকার নেই। মাত্র ছ’ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখলেই হবে। রেলের তরফ থেকে প্রস্তাবটি গ্রহণ করা হয়।

দক্ষিণ-পূর্ব রেলের এক কর্তা জানান, হাওড়া-খড়্গপুর হল ব্যস্ত বিভাগ। এখানে ঘনঘন ট্রেন চলে। তবুও উড়ালপুলের স্বার্থে পূর্ত (সড়ক) দফতরের পাঠানো প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে। রেলের ওই আধিকারিকের কথায়, ‘‘ট্রেন চলাচল ছ’ঘণ্টার জন্য বন্ধ রাখতে হলেও অনেক কিছু পরিবর্তন করতে হবে। অনেক ট্রেন বাতিলও করতে হবে। সেই নির্ঘণ্ট তৈরি হচ্ছে। শীঘ্রই তা রাজ্য পূর্ত (সড়ক) দফতরকে জানিয়ে দেওয়া হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE