Advertisement
২৬ এপ্রিল ২০২৪
কাল জেলায় কর্মিসভা অধীরের

কৃষক জাঠা মিছিলে আজ পূর্বে সূর্যকান্ত

কৃষকদের বিভিন্ন দাবি-সহ সম্প্রাতিক বিভিন্ন বিষয় নিয়ে কৃষকসভার জাঠা মিছিলে যোগ দিতে আজ, শনিবার পূর্ব মেদিনীপুরে আসছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে পূর্ব মেদিনীপুরের খেজুরির হেড়িয়া, হলদিয়ার চৈতন্যপুর, মহিষাদল, তমলুকের নন্দকুমার, তমলুক ব্লক, কোলাঘাট ও পাঁশকুড়ার মেচগ্রাম এলাকায় জাঠা মিছিলে যোগ দেবেন সূর্যকান্তবাবু।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৪ ০০:১৭
Share: Save:

কৃষকদের বিভিন্ন দাবি-সহ সম্প্রাতিক বিভিন্ন বিষয় নিয়ে কৃষকসভার জাঠা মিছিলে যোগ দিতে আজ, শনিবার পূর্ব মেদিনীপুরে আসছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে পূর্ব মেদিনীপুরের খেজুরির হেড়িয়া, হলদিয়ার চৈতন্যপুর, মহিষাদল, তমলুকের নন্দকুমার, তমলুক ব্লক, কোলাঘাট ও পাঁশকুড়ার মেচগ্রাম এলাকায় জাঠা মিছিলে যোগ দেবেন সূর্যকান্তবাবু।

কৃষকসভার পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক তথা সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহি জানান, কৃষকদের জন্য সারে ভর্তুকি, কম দামে বীজ সরবরাহ ও ফসলের ন্যায্য মূল্য প্রদান-সহ সারদা কেলেঙ্কারি ও বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে জড়িত অভিযুক্তদের শাস্তির দাবি, তৃণমূল সরকারের আমলে রাজ্যে ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার-সহ দশ দফা দাবিতে গত ১৫ অক্টোবর থেকে জেলার প্রতিটি এলাকায় এই জাঠা মিছিল চলছে। এই জাঠা মিছিলে যোগ দিতে দলের কেন্দ্রীয় নেতা সূর্যকান্ত মিশ্র শনিবার এই জেলায় আসছেন।”

অন্য দিকে, আগামী রবিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের সাগরবাড় এলাকার বড়দাবাড় বাজারের কাছে জেলা কংগ্রেসের কর্মিসভায় যোগ দিতে পূর্ব মেদিনীপুরে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জেলা কংগ্রেস সভাপতি আনোয়ার আলি শুক্রবার জানান, “সারদার আর্থিক কেলেঙ্কারি ও বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে দোষীদের শাস্তির দাবি, রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতার বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি নিয়ে দিশা দিতেই দলীয় কর্মিসভায় যোগ দিতে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।”

জেলা কংগ্রেস সভাপতি জানান, আগামী রবিবার দুপুর ২টোয় কোলাঘাটের বরদাবাড় বাজারের কাছে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এই কর্মিসভায় জেলার প্রতিটি ব্লক থেকেই কর্মী ও স্থানীয় নেতৃত্ব যোগ দেবেন। শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরে পৌঁছে যান সূর্যকান্ত মিশ্র। এ দিন চণ্ডীপুরের চাকনান এলাকায় জাঠা মিছিলে যোগদানকারীদের সঙ্গে দেখা করতে যান সূর্যকান্তবাবু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

suryakanta mishra tamluk farmer jatha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE