Advertisement
২৫ এপ্রিল ২০২৪

খড়্গপুরে সভা

পুরভোটের আগে-পরে শহরে গণতন্ত্র আক্রান্ত হয়েছে, এই অভিযোগে এ বার খড়্গপুরে সভা করবে ‘সেভ ডেমোক্র্যাসি ফোরাম’। আগামী ১ অগস্ট ফোরামের খড়্গপুর শাখা কল্যাণ মণ্ডপে ওই সভা করবে। থাকবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়, রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য ভারতী মুৎসুদ্দি, কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আইনজীবী বিকাশ ভট্টাচার্য প্রমুখ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০১:০৮
Share: Save:

পুরভোটের আগে-পরে শহরে গণতন্ত্র আক্রান্ত হয়েছে, এই অভিযোগে এ বার খড়্গপুরে সভা করবে ‘সেভ ডেমোক্র্যাসি ফোরাম’। আগামী ১ অগস্ট ফোরামের খড়্গপুর শাখা কল্যাণ মণ্ডপে ওই সভা করবে। থাকবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়, রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য ভারতী মুৎসুদ্দি, কংগ্রেস নেতা আব্দুল মান্নান, আইনজীবী বিকাশ ভট্টাচার্য প্রমুখ। রবিবার সাংবাদিক বৈঠক ডেকে ফোরামের আহ্বায়ক অমল মজুমদার বলেন, “খড়্গপুরে পুরভোটের সময় থেকে যে অস্থির পরিস্থিতি দেখেছি তাতে গণতন্ত্র আক্রান্ত হয়েছে। সারা রাজ্যে নারী নির্যাতন, ধর্ষন, রাজনৈতিক খুন বাড়ছে। এই অবস্থায় মানুষের গণতান্ত্রিক অধিকার বুঝিয়ে দিতে ১ অগস্ট ওই সভা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE