Advertisement
২৬ এপ্রিল ২০২৪

খেলার টুকরো খবর

খেজুরি পানখাই ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত কৃষ্ণেন্দু স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল কালীরমোড় বিবেকানন্দ কালচারাল অ্যাসোসিয়েশন। রবিবার পানখাই হাইস্কুল মাঠে আায়োজিত ফাইনালে কালচারাল অ্যাসোসিয়েশন ১-০ গোলে হাওড়া ইউনিয়নকে পরাজিত করে। অন্য দিকে, এ দিন খেজুরির দক্ষিণলাখী ফুটবল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত দু’দিনের নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ধজ্বিভাঙা ফুটবল ক্লাব ২-১ গোলে লাখী গ্রাউন্ড একাদশকে হারিয়ে জয়ী হয়।

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ০০:০৩
Share: Save:

খেজুরির কৃষ্ণেন্দু স্মৃতি কাপে জয়ী কালীরমোড়

খেজুরি পানখাই ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত কৃষ্ণেন্দু স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল কালীরমোড় বিবেকানন্দ কালচারাল অ্যাসোসিয়েশন। রবিবার পানখাই হাইস্কুল মাঠে আায়োজিত ফাইনালে কালচারাল অ্যাসোসিয়েশন ১-০ গোলে হাওড়া ইউনিয়নকে পরাজিত করে। অন্য দিকে, এ দিন খেজুরির দক্ষিণলাখী ফুটবল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত দু’দিনের নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ধজ্বিভাঙা ফুটবল ক্লাব ২-১ গোলে লাখী গ্রাউন্ড একাদশকে হারিয়ে জয়ী হয়। দেপালে ‘আজাদ হিন্দ ক্লাব’ পরিচালিত নক আউট প্রতিযোগিতায় রবিবার কলকাতার রেলওয়ে ফুটবল ক্লাব টাইব্রেকারে ৫-৪ গোলে সল্টলেক ক্লাবকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে।

নকআউট ফুটবল ঝাড়গ্রামে

লালগড় নিউ বয়েজ ক্লাবের উদ্যোগে ও লালগড় থানার সহযোগিতায় লালগড় ফুটবল ময়দানে আয়োজিত তিন দিনের নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি হল গত শুক্রবার। ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে রসকুণ্ডুর সন্তু একাদশকে হারিয়ে জয়ী হয় লালগড় বাণী মন্দির। লালগড়-সহ বিভিন্ন এলাকার ১৬টি ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী ও বিজিত দলকে নগদ পুরস্কার ও ট্রফি দেওয়া হয়। গত বুধবার থেকে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল।

মহিষাদলে দিবারাত্র ফুটবল খেলা

ষোলো দলীয় একদিনের দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মহিষাদলের দক্ষিণ কাশিমনগরে। রবিবার প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠে ব্রজলালচকের আমরা সবাই, ভবানীপুরের সকার মিশন, মাধবপুরের শীতলামাতা স্পোর্টিং ক্লাব ও দক্ষিণ কাশিমনগরের প্রান্তিক ক্লাব। প্রতিযোগিতার জয়ী দল পাবে ১০ হাজার টাকা। রানার্স দল ৭ হাজার টাকা পাবে।

জয়ী সোনাতাখড়া ক্লাব

গৌরাঙ্গ ক্লাবের উদ্যোগে দু’দিন ব্যাপী আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হল খড়্গপুরের চামরুসাইতে। প্রতিযোগিতায় তালবাগিচা, ডিভিসি, কলাইকুণ্ডা, সালুয়া ও চামরুসাই থেকে আসা ষোলোটি দল যোগ দেয়। ফাইনালে ওঠে সালুয়া জেএফসি ও চামরুসাই সোনাতাখড়া ক্লাব। ফাইনালে সালুয়া জেএফসি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয়ী হয় চামরুসাই সোনাতাখড়া ক্লাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE