Advertisement
২০ এপ্রিল ২০২৪

খেলার টুকরো খবর

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২৯ তম আন্তঃমহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় জয়ী হল ঝাড়গ্রাম রাজ কলেজ। ব্যাক্তিগত বিভাগে পুরুষদের মধ্যে জয়ী হয়েছেন গড়বেতা কলেজের সৌম্যদীপ মণ্ডল। মহিলাদের মধ্যে যুগ্মভাবে জয়ী হয়েছেন মুগবেড়িয়া কলেজের মৌমিতা দাস ও বিবেকানন্দ মিশন কলেজের প্রীতিকনা মণ্ডল। বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গণে প্রতিযোগিতার সূচনা করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী।

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৪ ০১:৪৫
Share: Save:

ঝাড়গ্রামে জঙ্গলমহল কাপ

পুরস্কার হাতে জয়ীরা। নিজস্ব চিত্র।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২৯ তম আন্তঃমহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় জয়ী হল ঝাড়গ্রাম রাজ কলেজ। ব্যাক্তিগত বিভাগে পুরুষদের মধ্যে জয়ী হয়েছেন গড়বেতা কলেজের সৌম্যদীপ মণ্ডল। মহিলাদের মধ্যে যুগ্মভাবে জয়ী হয়েছেন মুগবেড়িয়া কলেজের মৌমিতা দাস ও বিবেকানন্দ মিশন কলেজের প্রীতিকনা মণ্ডল। বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গণে প্রতিযোগিতার সূচনা করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক জানান, ৩৬টি মহাবিদ্যালয়ের প্রায় ৫০০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। মোট ২২টি বিভাগে প্রতিযোগিতা হয়েছে।

শহরে মাদ্রাসা ক্রীড়া

অরবিন্দ স্টেডিয়ামে ক্রীড়া।—নিজস্ব চিত্র।

অনুষ্ঠিত হল মাদ্রাসা ক্রীড়া। মাদ্রাসা গেমস্ এণ্ড স্পোটর্সের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন। এ বার ছিল সপ্তম বর্ষ। মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। বুধবার উদ্বোধনী অনুষ্ঠান হয়। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতার শেষ দিন ছিল বৃহস্পতিবার।

জয়ী ঝাড়গ্রাম রাজ কলেজ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২৯ তম আন্তঃমহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতায় জয়ী হল ঝাড়গ্রাম রাজ কলেজ। ব্যাক্তিগত বিভাগে পুরুষদের মধ্যে জয়ী হয়েছেন গড়বেতা কলেজের সৌম্যদীপ মণ্ডল। মহিলাদের মধ্যে যুগ্মভাবে জয়ী হয়েছেন মুগবেড়িয়া কলেজের মৌমিতা দাস ও বিবেকানন্দ মিশন কলেজের প্রীতিকনা মণ্ডল। বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গণে প্রতিযোগিতার সূচনা করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া আধিকারিক সুহাস বারিক জানান, ৩৬টি মহাবিদ্যালয়ের প্রায় ৫০০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। ছাত্র ও ছাত্রীদের মোট ২২টি বিভাগে প্রতিযোগিতা হয়েছে। বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, বিশ্ববিদ্যালয়ের অর্থ আধিকারিক আনন্দময় সরকার প্রমুখ। জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত নিবন্ধক জয়ন্তকিশোর নন্দী।

শুরু নক-আউট ক্রিকেট

খেলার মুহূর্ত। নিজস্ব চিত্র।

এগরার আদলাবাদে ঐকতান ক্লাবের পরিচালনায় শুরু হল আটদিন ব্যাপী নক-আউট ক্রিকেট প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমাশাসক অসীমকুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সমীর বসাক, এগরা থানা পুলিশ আধিকারিক মদনমোহন রায়-সহ অনেকে। প্রতিযোগিতায় যোগ দিয়েছে আটটি দল। উদ্বোধনী খেলায় খড়্গপুর ক্রিকেট একাদশককে ৩৫ রানে হারিয়ে মোহনপুর ইউনাইটেড ক্লাব জেতে।

জুডো প্রতিযোগিতায় সাফল্য

ওয়েস্টবেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস আয়োজিত আন্তঃ জেলা জুডো প্রতিযোগিতায় কাঁথির বিবেকানন্দ আদর্শ শিক্ষানিকেতনের ৭জন ছাত্র বিশেষ কৃতিত্ব অজর্ন করল। মঙ্গলবার হুগলির মানকুণ্ডুতে আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিবেকানন্দ আদর্শ শিক্ষা নিকেতনের শুভজিৎ দাস ও অনির্বাণ গিরি দ্বিতীয় স্থান ও অরিন্দম প্রধান, সৌমেন ভুঁইয়া, রুহান আলি খান, শৌভিক পাত্র ও অরিজিৎ বেরা তৃতীয় স্থান অর্জন করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

med khela
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE