Advertisement
১৯ এপ্রিল ২০২৪

গম বোঝাই লরি আটক

তমলুকের রামতারক হাটের কাছে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা গম বোঝাই দু’টি লরি উদ্ধার করেছে পুলিশ। তমলুক থানার পুলিশ বুধবার বিকেলে ওই লরি দু’টি উদ্ধার করে নিয়ে থানায় আসে। লরি দু’টিতে কয়েকশোবস্তা গম রয়েছে বলে জানা গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা
তমলুক শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৫ ০১:০৩
Share: Save:

তমলুকের রামতারক হাটের কাছে হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা গম বোঝাই দু’টি লরি উদ্ধার করেছে পুলিশ। তমলুক থানার পুলিশ বুধবার বিকেলে ওই লরি দু’টি উদ্ধার করে নিয়ে থানায় আসে। লরি দু’টিতে কয়েকশোবস্তা গম রয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গম বোঝাই লরি কার তা জানা যায়নি। এখনও এ নিয়ে কেউ কোনও দাবি করেনি। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রামতারক এলাকার ওই দু’টি লরিতে করে বেআইনিভাবে গম পাচার করা হচ্ছিল। এ নিয়ে পুলিশ অভিযুক্তদের ধরতে কোনও ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই ঘটনার যথাযথ তদন্ত করে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) অজয় পাল শুক্রবার বলেন, ‘‘তমলুকের রামতারক এলাকা থেকে দু’টি গম বোঝাই লরি পাওয়া গিয়েছে বলে খবর পেয়েছি। ওই লরি ভর্তি গম কোথা থেকে এসেছে ও সে গুলি কী ভাবে ওখানে এল তা নিয়ে জেলা খাদ্য নিয়ামককে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ
দেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE