Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ছিনতাইয়ের নালিশ

ফের মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। বুধবার সন্ধ্যায় খড়্গপুর শহরের সুভাষপল্লি কালীমন্দির থেকে পদ্মপুকুর যাওয়ার রাস্তায় ঘটনাটি ঘটে। এ দিন গোলবাজারের ব্যবসায়ী প্রবীর চক্রবর্তী গাড়িতে সুভাষপল্লির বাড়িতে ফিরছিলেন।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০০:০০
Share: Save:

ফের মাথায় পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা। বুধবার সন্ধ্যায় খড়্গপুর শহরের সুভাষপল্লি কালীমন্দির থেকে পদ্মপুকুর যাওয়ার রাস্তায় ঘটনাটি ঘটে। এ দিন গোলবাজারের ব্যবসায়ী প্রবীর চক্রবর্তী গাড়িতে সুভাষপল্লির বাড়িতে ফিরছিলেন।

বাড়ির সামনেই তিন দুষ্কৃতী মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর টাকার ব্যাগ ছিনতাই করে পদ্মপুকুরের দিকে চম্পট দেয় বলে অভিযোগ। প্রবীরবাবুর অভিযোগ, এ দিন বাড়ির সামনে এসে দাঁড়ানোর পরেই পিছন থেকে মোটরসাইকেলে আসা তিন দুষ্কৃতী গাড়ির জানালা দিয়ে তাঁর মাথায় বন্দুক ঠেকায়। প্রাণে মেরে ফেলারও হুমকীও দেওয়া হয়। অন্য দিক থেকে দুষ্কৃতীদের এক জন গাড়ির দরজা খুলে পাশে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়।’’ এরপরেই মোটরসাইকেল ঘুরিয়ে দুষ্কৃতীরা পদ্মপুকুরের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে টাউন পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kharagpur Allegation Padmapukur police money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE