Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ঝাড়গ্রামে সভাপতি বদল, বিজেপিতে ক্ষোভ

বিজেপি’র ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি পদে রদবদল করলেন রাজ্য নেতৃত্ব। ঝাড়গ্রাম জেলা কমিটির নতুন সভাপতি হলেন শুভাশিস পাল। রাজ্য সভাপতি রাহুল সিংহের ‘অত্যন্ত কাছের লোক’ বছর পঞ্চাশের শুভাশিসবাবু এতদিন ছিলেন বিজেপি’র ঝাড়গ্রাম জেলা সহ-সভাপতি।

নিজস্ব সংবাদদাতা
ঝাড়গ্রাম শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০১:২৭
Share: Save:

বিজেপি’র ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার সভাপতি পদে রদবদল করলেন রাজ্য নেতৃত্ব। ঝাড়গ্রাম জেলা কমিটির নতুন সভাপতি হলেন শুভাশিস পাল। রাজ্য সভাপতি রাহুল সিংহের ‘অত্যন্ত কাছের লোক’ বছর পঞ্চাশের শুভাশিসবাবু এতদিন ছিলেন বিজেপি’র ঝাড়গ্রাম জেলা সহ-সভাপতি। বিদায়ী সভাপতি পঞ্চানন হাঁসদা ও রাহুল সিংহের অনুগামী হিসেবে পরিচিত।

বছর খানেক হল জঙ্গলমহলের গেরুয়া রাজনীতিতে কার্যত কোণঠাসা ছিলেন পঞ্চাননবাবু। তাঁর বিরুদ্ধে অপদার্থতা ও উপদলীয় চক্রান্তের অভিযোগে সরব হন দলের একাংশ। শুভাশিসবাবুকেও দলে কোণঠাসা করার প্রক্রিয়া অব্যাহত ছিল।

নতুন সভাপতি হিসেবে শুভাশিসবাবুর নাম ঘোষণা হওয়ার পরেই জঙ্গলমহলে বিজেপি’র রাহুল-বিরোধী শিবিরে ক্ষোভ ছড়িয়েছে। স্যোশ্যাল নেটওয়ার্কে আছড়ে পড়েছে ক্ষোভ-আর প্রতিবাদ। শুভাশিসবাবুর নেতৃত্ব মানতে নারাজ বিক্ষুব্ধ নেতা-কর্মীরা রণকৌশল স্থির করতে আজ, বুধবার ঝাড়গ্রামে এক বৈঠক ডেকেছেন। শুভাশিসবাবু অবশ্য বলছেন, “আমাদের একান্নবর্তী সংসার। দলে কোনও গোষ্ঠী নেই। বিরোধীরা এসব অপপ্রচার করছে। সদ্য সভাপতি হয়েছি। শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে জেলা কমিটির বৈঠক ডাকব।” আর পঞ্চাননবাবুর বক্তব্য, ‘‘দলের সিদ্ধান্ত মেনেই কাজ করব।’’

বেশ কিছুদিন ধরেই জেলা কমিটির কিছু নেতা পঞ্চাননবাবু ও শুভাশিসবাবুকে বাদ দিয়ে কর্মসূচি করছিলেন। রাজনৈতিক মহলের ধারণা, দলের বুথস্তরে সাংগঠনিক নির্বাচন চলাকালীন আচমকা শুভাশিসবাবুকে নতুন সভাপতি করে কার্যত জঙ্গলমহলে দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতা-কর্মীদেরই বার্তা দিলেন রাজ্য সভাপতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE